Wednesday, May 7, 2025

আগামী সপ্তাহেই শুরু হবে রাম মন্দিরের মূল অংশের নির্মাণ কাজ 

Date:

ভিত তৈরির কাজ শেষ । এবার আগামী এক সপ্তাহের মধ্যেই মূল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। শনিবার রাম জন্মভূমি (ramjanmabhumi) তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে একথা জানানো হয়েছে । বলা হয়েছে যে সব ঠিক থাকলে মূল (rammandir) নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। পরিকল্পনামাফিক মন্দির নির্মাণ হবে। পাথর দিয়ে তৈরি করা হবে মূল নির্মাণ। ইতিমধ্যেই রাজস্থানের জয়পুর থেকে আটজন পাথর কাটার কারিগর পৌঁছে গিয়েছে অযোধ্যায় (Ayodhya) । তাঁরা পাথর কাটার কাজ শুরু করে দিয়েছেন। ৪ লক্ষ ঘন ফুট পাথর ব্যবহার করা হচ্ছে। ৬০ হাজার বর্গফুট পাথর কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতগতিতে চলছে মূল মন্দির নির্মাণের কাজ। যত দ্রুত সম্ভব মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু মন্দির যাতে পাকাপোক্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে । ভিত তৈরি হয়েছে ৪০০ ফুট লম্বা, ৩০০ ফুট চওড়া এলাকা জুড়ে। ভিত্তিপ্রস্তর দৃঢ় করার জন্য ব্যবহার করা হচ্ছে পাথরের গুঁড়ো, বিভিন্ন ধরনের পাথর, সিমেন্ট ও জলের মিশ্রণ। রাম মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে ,আগামী ২০২৩ সালের ডিসেম্বরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। গত বছর অগাস্ট মাসে ভূমিপূজা হয়েছিল। তারপর এক বছর কেটে গিয়েছে, মন্দিরের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। তবে মন্দির খুলে দেওয়া হলেও মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। সম্ভবত, ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে এই মন্দিরের।

 

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version