ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ৩ কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের

ভবানীপুরে উপনির্বাচন ও ২ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ভবানীপুরে উপনির্বাচনে ঘাসফুলের প্রতীকে লড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আনুষ্ঠানিকভাবে দলের তরফে ঘোষণা করা হল। অন্যদিকে, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক জাকির হোসেন। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মুখ আমিরুল ইসলাম। নির্বাচন কমিশন শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচন আপাতত স্থগিতই থাকছে।

আরও পড়ুন-‘বিজেপি-র ঘুণ ধরা সংগঠন, মেলাতে পারছি না’, তোপ দাগলেন সিঙ্গুরের মাস্টারমশাই

একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়েছিলেন জাকির হোসেনই। কিন্তু ভোটের আগেই নিমতিতায় প্রবল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ভোটের প্রচারেও নামতে পারেননি। কোনওক্রমে অ্যাম্বুল্যান্সে চেপেই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। কিন্তু সেই কেন্দ্রে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় প্রাণ হারানোয় শেষমেশ সেখানে ভোট স্থগিত হয়ে যায়। অবশেষে ৩০ সেপ্টেম্বর ভোট হতে চলেছে সেখানে।

আরও পড়ুন-মরুরাজ্যে পদ্মের ‘অস্তিত্ব সংকট’, পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের

অন্যদিকে, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের মৃত্যুতে ওই কেন্দ্রে ভোটগ্রাহণ পিছিয়ে যায়। ভোটের দিন ঠিক হয় ১৪ মে। সেই ভোটের জন্য গত ২৬ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছিলেন জয়দুর রহমান। প্রচারও শুরু করেছিলেন তিনি। কিন্তু ঈদের কারণে সেই ভোটও পিছিয়ে যায়। অবশেষে ঠিক হয়েছে ভোট হবে ৩০ সেপ্টেম্বর। আর এখন ভোটে লড়তে চাইছেন না এই কংগ্রেস প্রার্থী। জয়দুর সাংবাদিক বৈঠক করে বলেছেন, ‘মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের আশা পূরণ করতে পারলাম না। আমি ওদিকে গেলে আমার ব্যবসা উঠে যাবে। ব্যবসার কথা ভেবেই ভোটে লড়ার চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হয়েছে।’

advt 19

 

Previous articleখোঁচা দিতে গিয়ে ব্রাত্য বসুর তোপের মুখে রাজ্যপাল
Next articleস্কুল বন্ধ, তাই রায়গঞ্জে করোনা বিধি মেনে ‘গাছতলায় স্কুল’