Tuesday, November 4, 2025

ভোল বদল অধীরের, ভবানীপুরে জোট প্রার্থীর সম্মতি চেয়ে AICC-কে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

Date:

চাপ, কৌশল বা অন্য কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা, নিজের জায়গায় অটল থাকতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chowdhury)। ভবানীপুর (Bhawanipur By Poll) নিয়ে নিজের ব্যক্তিগত অবস্থান বদল করতেই হলো তাঁকে। আজ, সোমবার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা “গোল গোল” করেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিল্লির AICC নেতৃত্বের কাছে জোটের প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানোও হচ্ছে। ফলে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় পুণরায় ক্ষমতায় আসা একটি দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার যে “নৈতিক” সিদ্ধান্ত আগে জানিয়েছিলেন, সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন অধীরবাবু।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে ভবানীপুরে প্রার্থী দিতে চান তাঁরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC. তাঁর কথায়, ”বামেদের সঙ্গে জোটে লড়েছিলাম। ভবানীপুরেও জোট লড়াই করতে প্রস্তুত। সমস্ত বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছি। দিল্লি যে সিদ্ধান্ত নেবে, তা মান্যতা দিয়ে উপনির্বাচনে অংশ নেব।”

পাশাপাশি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। প্রচারে আমন্ত্রণ জানালে তাঁরা যাবেন বলেও জানান অধীর চৌধুরী। সামশেরগঞ্জে কংগ্রেসের দলীয় জৈদুর রহমান আগেই জানিয়ে দিয়েছেন, আসন্ন ভোটে তিনি ভোটে লড়বেন না। সেক্ষেত্রে জোট ধর্ম পালন করে কংগ্রেস শিবির বামেদের প্রার্থীকেই সমর্থন দেবে।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও

 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version