Friday, August 22, 2025

ভোল বদল অধীরের, ভবানীপুরে জোট প্রার্থীর সম্মতি চেয়ে AICC-কে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

Date:

চাপ, কৌশল বা অন্য কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা, নিজের জায়গায় অটল থাকতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chowdhury)। ভবানীপুর (Bhawanipur By Poll) নিয়ে নিজের ব্যক্তিগত অবস্থান বদল করতেই হলো তাঁকে। আজ, সোমবার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা “গোল গোল” করেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিল্লির AICC নেতৃত্বের কাছে জোটের প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানোও হচ্ছে। ফলে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় পুণরায় ক্ষমতায় আসা একটি দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার যে “নৈতিক” সিদ্ধান্ত আগে জানিয়েছিলেন, সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন অধীরবাবু।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে ভবানীপুরে প্রার্থী দিতে চান তাঁরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC. তাঁর কথায়, ”বামেদের সঙ্গে জোটে লড়েছিলাম। ভবানীপুরেও জোট লড়াই করতে প্রস্তুত। সমস্ত বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছি। দিল্লি যে সিদ্ধান্ত নেবে, তা মান্যতা দিয়ে উপনির্বাচনে অংশ নেব।”

পাশাপাশি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। প্রচারে আমন্ত্রণ জানালে তাঁরা যাবেন বলেও জানান অধীর চৌধুরী। সামশেরগঞ্জে কংগ্রেসের দলীয় জৈদুর রহমান আগেই জানিয়ে দিয়েছেন, আসন্ন ভোটে তিনি ভোটে লড়বেন না। সেক্ষেত্রে জোট ধর্ম পালন করে কংগ্রেস শিবির বামেদের প্রার্থীকেই সমর্থন দেবে।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও

 

Related articles

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...
Exit mobile version