Thursday, August 28, 2025

তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির

Date:

শনিবার রাত থেকেই তালিবানদের আক্রমণ তীব্রতর হয়ে উঠেছে পঞ্জশিরে। সেই আক্রমণে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু হল পঞ্জশিরের অন্যতম নেতা আহমেদ মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তির। স্বভাবতই শোকের ছায়া পঞ্জশিরে। ফাহিদের মৃত্যুকে ‘শহিদ’ বলে একটি ফেসবুক পোস্টও করেছে প্রতিরোধ বাহিনী।

রবিবারই আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনীর তরফে ফেসবুক পোস্ট করে ফহিমের মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ‘গভীর দু:খের সঙ্গে জানাচ্ছি আজ আমরা দু’জন ভাই, সহকর্মী এবং যোদ্ধাকে হারিয়েছি। আমির সাহেব আহমেদ মাসুদের অফিসের প্রধান ফাহিম দাস্তি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ ঝোর। তোমাদের জানায় শহিদের সম্মান।’ এক আফগান সাংবাদিকও ফাহিম দাস্তির মৃত্যু নিয়ে টুইট করেছেন। উত্তরের জোটের মোট চার জন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর কথা রবিবার টুইটারে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:পঞ্জশিরকে তালিবানদের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি সালেহের

গতমাসেই এক সাক্ষাৎকারে ফাহিদ দাস্তি বলেছিলেন,  “প্রতিরোধ বাহিনী কেবল পঞ্জশিরের জন্য নয়, গোটা আফগানিস্তানের জন্য লড়াই করছে।  আমরা আফগান, মহিলা এবং সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে উদ্বিগ্ন। তালিবানকে অধিকার এবং সাম্যের নিশ্চয়তা দিতে হবে।’’

এদিকে পঞ্চশিরের প্রতিরধ বাহিনীর শীর্ষ নেতা আহমেদ মাসুদ যুদ্ধ শেষ করে তালিবানদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেন। পোস্টে তিনি লেখেন,” ‘‘তালিবান যদি পঞ্জশিরে হামলা করা বন্ধ করে তা হলে শান্তি স্থাপনের লক্ষ্যে উত্তরের জোট যুদ্ধ থামিয়ে তালিবানের সঙ্গে কথা বলতে রাজি।’’তিনি আরও জানান, তালিবানরা পঞ্জশির ও আন্দারাবে হামলা চালানো বন্ধ করলে তবেই তারাও যুদ্ধ শেষ করবে। উলেমা কাউন্সিলের উপস্থিতিতে দুই পক্ষের তরফেই বড় বাহিনী নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন মাসুদ। সম্ভবত, ফাহিমের মৃত্যুর পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মাসুদ।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version