Tuesday, August 26, 2025

বিধানসভার গরিমা নষ্ট করছেন রাজ্যপাল, PAC ইস্যুতে ধনকড়কে কড়া প্রতিক্রিয়া অধ্যক্ষের

Date:

এবার সরাসরি বিধানসভার (West Bengal Legislative Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সংঘাত রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)। আগে ঠাণ্ডা লড়াই চললেও সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে এমন কড়া প্রতিক্রিয়া আগে দিতে দেখা যায়নি স্পিকারকে। এবার বিধানসভার কাজে হস্তক্ষেপ না করার আবেদন জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ‘ধৈর্যর পরীক্ষা নেওয়া হচ্ছে’, ট্রাইবুনাল সংশোধনী আইন নিয়ে সুপ্রিম ভর্ৎসনার মুখে কেন্দ্র

কিছুদিন আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে স্পিকারকে চিঠি দেন রাজ্যপাল। তিনি লেখেন, PAC চেয়ারম্যান মুকুল রায়কে (Mukul Roy) করায় সংসদীয় ব্যবস্থার রীতি ও প্রথা মানা হয়নি। প্রসঙ্গত, ওই পদে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বসানোয় রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি পরিষদীয় দল। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে PAC চেয়ারম্যান নিয়ে স্পিকারকে চিঠি দেন রাজ্যপাল।

এবার তারই পাল্টা চিঠি দিলেন স্পিকারও। রাজ্যপালকে দেওয়া চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাজ্যপালকে চিঠির জবাব দিয়েছি। আমরা বলেছি, এটা আপনি করতে পারেন না। এতে বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে। রাজ্যপালকে বারবার বলা সত্ত্বেও, তিনি কেন এমন আচরণ করছেন তা বুঝতে পারছি না। আশাকরি, তিনি অবশ্যই উপলব্ধি করবেন। আগামী দিনে তিনি বিধানসভা সংক্রান্ত বিষয়ে এই ধরনের চিঠি পাঠিয়ে হস্তক্ষেপ করবেন না।’’

বিমানবাবু আরও বলেন, ‘‘রাজ্যপাল যে ভাষায় চিঠি দিচ্ছেন তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান থাকে না এবং এতে নিজেরও সম্মান থাকে না। ওনার সেটা বোঝা উচিত। আমি আশা করব, উনি নিজেকে এ বিষয়ে সংযত করবেন এবং বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে তিনি হস্তক্ষেপের চেষ্টা করবেন না।’’

 

 

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version