করোনার দ্বিতীয় ঢেউয়ের পরও দৈনিক সংক্রমণে দেশের শীর্ষস্থানে রয়েছে কেরল। কোনওভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। এমতাবস্থায় টিকাকরণের উপর জোর দিয়েছে কেরল সরকার। সেইসঙ্গে কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার মধ্যবর্তী ব্যবধান কমাতে কেন্দ্রকে নির্দেশ দিল কেরল হাইকোর্ট। আদালতের তরফ থেকে বলা হয়েছে, ১২ সপ্তাহের সময়সীমা কমিয়ে তা চার সপ্তাহ করতে হবে।

আরও পড়ুন:ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৬৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

আদালতের নির্দেশে এও বলা হয়েছে, টিকা নেওয়ার বিষয়ে মানুষের একটি স্বাধীনতা থাকা উচিত। কেন্দ্র মানুষের এই স্বাধীনতার হস্তক্ষেপ করছে। সেই কারণেই বেসরকারি হাসপাতালগুলির হাতে টিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে অর্থের বিনিময়ে মানুষ টিকা পাচ্ছেন, তা হলে কেন প্রয়োজনে আগে টিকা নিতে পারবেন না?
পাশাপাশি কেরল আদালত কেন্দ্রকে মনে করিয়ে দিয়েছে, টিকাকরণ ইচ্ছার উপর নির্ভর করে। কেউ যদি সুরক্ষার কারণে মনে করেন তাঁদের আগে টিকা নেওয়া প্রয়োজন, তা হলে তাঁরা কেন নিতে পারবেন না?

