হলফনামা দিতে পারল না কেন্দ্র, পিছলো পেগাসাস মামলার শুনানি

পেগাসাস (Pegasus) মামলার শুনানি পিছলো। মঙ্গলবার, সুপ্রিমকোর্টে (Supreme Court) হলফনামা জমা দিতে পারেনি কেন্দ্র (Centre)। এই কারণে কেন্দ্রকে আরও কিছুটা সময় দিল শীর্ষ আদালত। 13 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

 

ফোনে আড়িপাতা কাণ্ডে অভিযোগের ভিত্তিতে কেন্দ্রকে হলফনামা দিতে বলে সুপ্রিম কোর্ট। সেখানে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক কিছুই প্রকাশ্যে আনতে চাইছে না তারা। এরপরেই পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana)।

 

কিন্তু এদিন শুনানিতে কেন্দ্রে তরফে জানানো হয়, বেশ কিছু কারণে হলফনামা তৈরি করতে সমস্যা হচ্ছে। আরও কিছুটা সময় সে চাওয়া হয় শীর্ষ আদালতের তরফ থেকে কেন্দ্রকে আর ও সময় দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানি 13 সেপ্টেম্বর।

 

advt 19