এবারও পুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান, বিদ্যুৎ-বিলে ছাড়: মুখ্যসচিব

এবারও দুর্গাপুজো কমিটিগুলিকে পিছু ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য। মঙ্গলবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো গাইডলাইন (Guide Line) বৈঠকে উদ্যোক্তাদের জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। কয়েক বছর পুজো কমিটিগুলি অনুদান দিচ্ছে রাজ্য। করোনাকালে কত বছর 50 হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। নির্বাচনী বিধি মেনে এদিন এবিষয়ে কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব জানান, এবারও তা বহাল থাকছে।

এর পাশাপাশি, হরিকৃষ্ণ দ্বিবেদী জানান গত কয়েক বছরের মতো এবারও দমকল বা কলকাতা পুরসভা ও অন্যান্য পুর কর্তৃপক্ষ ও পঞ্চায়েতগুলি তাদের পরিষেবার জন্য কোনও অর্থ নেবে না। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ পরিষেবার খরচের ক্ষেত্রেও অর্ধেক ছাড় দেওয়ার কথাও জানান মুখ্যসচিব।

আরও পড়ুন- রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্ত কতদূর এগল? উচ্চপর্যায়ের বৈঠকে সিবিআই

advt 19

 

Previous articleদলীয় কর্মীদের কড়া ভাষায় সতর্ক করলেন উদয়ন গুহ
Next articleনেতার গাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র