Monday, November 3, 2025

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

Date:

ফের রাজ্যে নিম্নচাপের ভ্রকুটি।বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবত। যার জেরে আগামী কয়েকঘণ্টার মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন:প্রার্থী হোন মান্নান বা সুজন অথবা দু’জনই, ভবানীপুরে জোরালো দাবি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দীঘার উপর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবত। এই দুইয়ের দাপট তো রয়েইছে। সেইসঙ্গে  রাজ্যে প্রচুর জলীয় বাষ্পও ঢুকছে। যার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। এছাড়াও কলকাতাতে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণাবত তৈরি হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরত আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রলার কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ এলাকায় ইতিমধ্যেই  ফিরে এসেছে। তবে এখনও অনেক এমন ট্রলার আছে, যেগুলি ফেরত আসেনি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।

অন্যদিকে, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টিপাত হবে।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমবে বলে জানানো হয়েছে।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version