Friday, August 22, 2025

প্রার্থী হোন মান্নান বা সুজন অথবা দু’জনই, ভবানীপুরে জোরালো দাবি

Date:

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস ৷ প্রার্থী দেবে বামেরাও৷ সিদ্ধান্ত নাকি হয়ে গিয়েছে, শুধু প্রার্থী পাওয়া বাকি৷

রাজনৈতিক মহলের স্পষ্ট বক্তব্য, কংগ্রেস বা বামেদের হাতে রেডি দু’জন প্রার্থী রয়েছে৷ নাম ঘোষণা করে দিলেই তো হয়৷ খামোকা দেরি করছে ওই দুই দল৷

একুশের ভোটে দু’জনই প্রার্থী হয়েছিলেন৷ ভিন্ন দলের হলেও তাঁরা ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী৷ একজন সুজন চক্রবর্তী, সিপিএমের বড় নেতা৷ যাদবপুরের বিধায়ক ছিলেন৷ একুশের ভোটে ওই কেন্দ্রেই প্রার্থী হয়েছিলেন৷ তৃণমূল প্রার্থীর কাছে হেরেছেন প্রায় ৪০ হাজার ভোটে৷ ফলে এখন ফাঁকা আছেন৷ ভবানীপুরে প্রার্থী হতেই পারেন, প্রার্থী হওয়ার সব যোগ্যতা ওনার আছে৷

দ্বিতীয়জন কংগ্রেসের, মোর্চার হয়ে একুশের ভোটে লড়েছিলেন হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে৷ গত বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন৷ কংগ্রেসের বড় নেতা৷ নাম আবদুল মান্নান৷ চাঁপদানি কেন্দ্রে বিজয়ী হন তৃণমূল প্রার্থী৷ মান্নান সাহেব ১২% ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন৷ বিজয়ী প্রার্থীর সঙ্গে মান্নান সাহেবের প্রাপ্ত ভোটের ফারাক ছিল প্রায় ৮০ হাজার৷ আবদুল মান্নান এখন ফাঁকা আছেন৷ প্রদেশ কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে বলে দিয়েছে৷ যদিও ওই দলের হাই কম্যাণ্ড প্রদেশের এই দাবি আদৌ মনবে কি’না সন্দেহ৷ তবে যদি কংগ্রেস প্রার্থী দেয় সেক্ষেত্রে ওই দলের সেরা প্রার্থী হতেই পরেন আবদুল মান্নান৷ সুজনবাবুর মতোই প্রার্থী হওয়ার সব যোগ্যতা ওনারও আছে৷ রাজনৈতিক মহলের ধারনা, উপনির্বাচনে মোর্চা প্রার্থী হিসেবে এই দু’জনের একজন অথবা যদি মোর্চার মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান৷ ভবানীপুরে ‘জবরদস্ত’ লড়াই দিতে এনারা পারবেন বলেই রাজনৈতিক মহল আশাবাদী৷ ওই কেন্দ্রে বাম ও কংগ্রেস কর্মী- সমর্থক- ভোটাররাও চাইছেন প্রার্থী হোন সুজন অথবা মান্নান অথবা দু’জনই৷

লড়াইটা দেখার মতো হত৷ ভোটপ্রাপ্তিও হত দৃষ্টান্তমূলক৷

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version