Saturday, August 23, 2025

ভারতের হিন্দু -মুসলমানদের পূর্ব পুরুষ এক, বললেন মোহন ভাগবত

Date:

Share post:

ভারতের হিন্দু-মুসলমানদের (hindu & muslim) পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশ্যে বক্তৃতায় এই মন্তব্য করেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (sangh leader mohan bhagwat) । এদিন সঙ্ঘ প্রধান বলেন, ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সঙ্গে। এটাই ইতিহাস। বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করা ভাল বলে মন্তব্য করেন তিনি। আফগানিস্তানে তালিবান জঙ্গিদের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে মোহন ভাগবতের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে এসে হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আফগানিস্তানের পটপরিবর্তনের প্রেক্ষাপটে সঙ্ঘ প্রধানের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই প্রথম নয় এর আগেও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। এদিনের অনুষ্ঠানে ফের এই একই মন্তব্য করেন তিনি তিনি বলেন হিন্দু ও মুসলিমদের উৎস এক। এদিন মুম্বইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা ছিলেন ভাগবত। সেখানে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হুসেন প্রমূখ আফগানিস্তানে তালিবান জঙ্গিদের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, আজকের বৈঠকে সাম্প্রদায়িক ঐক্যের উপরে জোর দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, এ দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ভাগবত বলেন মাতৃভূমি একটি হিন্দু শব্দ হিন্দু শব্দ মাতৃভূমি শব্দটি আমাদের পূর্বপুরুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই সঙ্গে মাসে মাতৃভূমি আমাদের ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির অঙ্গ ব্যাখ্যায় ভাগবত বলেন, মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। সেই দিক থেকে আমি সব ভারতবাসীকেই হিন্দু হিসাবে মনে করি। হিন্দুরা কারও সঙ্গে শত্রুতা করে না। সকলের ভাল চায়। এখানে ভিন্নমতের অনাদর হয় না।

advt 19

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...