Sunday, May 4, 2025

দিল্লিতে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা ও সিআইএ প্রধান, তালিবান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

Date:

আফগানিস্তানে(Afghanistan) তালিবান(taliwan) শাসন শুরু হতেই উদ্বেগ বেড়েছে ভারত সরকারের। তালিবানের মন্ত্রিসভা গঠন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে(Delhi) এসে পৌছলেন রাশিয়ার(Russia) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমেরিকার(America) গোয়েন্দা প্রধান। এই দুই শীর্ষস্থানীয়র সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit dobhal)।

বুধবার দুপুরে দিল্লিতে বৈঠক করেন রাশিয়ার জাতীয় উপদেষ্টা নিকোলাই পাত্রশেভ ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশমন্ত্রক সূত্রের খবর, নিকোলাই দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও। দিনকয়েক আগেই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরেই এনএসএ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:‘অভিভাবক হওয়ার শখ হলে বিজেপির প্রার্থী হয়ে লড়ে দেখান’, ধনকড়কে কড়া জবাব কুণালের

সূত্রের খবর, রাশিয়া ও আমেরিকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদাভাবে হাওয়া এই বৈঠকে তালিবান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাশিয়ার তরফের আগেই তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছিল ।আফগানিস্তানে রাশিয়ার দূতাবাসও বন্ধ করা হয়নি। তবে তালিবান যে সকল গোষ্ঠীকে নিয়ে সরকার গঠন করেছে তাতে রাশিয়া খুশি নয়। ভারতের সঙ্গে হওয়া বৈঠকে এই বিষয়টি সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। ভারতও আফগানিস্তান পরিস্থিতি, পাকিস্তানের ভূমিকা, চিনের অবস্থান নিয়ে বৈঠকে সংশয় প্রকাশ করেছে। দুই দেশ এই বিষয়ে যৌথ পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার গোপনে সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নসের সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। বুধবার এই বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে বর্তমানে দিল্লিতে রয়েছেন উইলিয়াম। আফগানিস্তান ইস্যুতে আরও বেশকিছু বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version