Monday, August 25, 2025

পঞ্চায়েতের অনাস্থা ভোটে প্রভাব খাটাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে বিজেপির জগন্নাথ সরকার

Date:

নদিয়ার (Nadia) শান্তিপুরের (Santipur) বেলগড়িয়ায় (Belgariya)গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রানাঘাটের (Ranaghat) বিজেপি (BJP).সাংসদ (MP).জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তাঁকে ঘিরে ‘‘গো ব্যাক’’ স্লোগান তোলেন তৃণমূল (TMC) কর্মী-সমর্থকরা। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনওরকমে বেরিয়ে আসেন জগন্নাথ সরকার।

জানা গিয়েছে, শান্তিপুর বেলগড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোট চলছিল আজ, বুধবার। তা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটসাঁটো। মোতায়েন ছিল বিশাল পুলিশ, কমব্যাট ফোর্স, RAF. শান্তিপূর্ণ ভাবেই চলছিল ভোটাভুটি।আর তখনই আচমকাই বেলগড়িয়ার পঞ্চায়েত অফিসে হাজির চলে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি গাড়ি থেকে নেমে সোজা ভোট কেন্দ্রে চলে যান। তাতেই বাধা দেন তৃণমূল কর্মীরা। কীভাবে ভোটের বিধি ভেঙে, পুলিশের সামনে দিয়ে সাংসদ পঞ্চায়েত অফিসে ঢুকে পড়লেন, সেই প্রশ্ন তুলে জগন্নাথ সরকারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান। ‘’গো ব্যাক’’ স্লোগান তোলেন।

আরও পড়ুন:ঐতিহাসিক সিদ্ধান্ত: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তির সুযোগ পাবেন মহিলারাও

শান্তিপুর ব্লক তৃণমূল সভাপতি নিমাইচন্দ্র বিশ্বাসের দাবি, ”আমরা সবাই ভোটকেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে বসেছিলাম নিয়ম মেনে। বিজেপি সাংসদ নিজেই ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেছেন। আমাদের বিরুদ্ধে অকারণে মারধরের অভিযোগ করা হচ্ছে।”

উল্লেখ্য, বেলগড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে ৬ টি করে আসন পেয়েছিল বিজেপি ও নির্দল। ৩টি আসন পায় তৃণমূল। পরে নির্দল সদস্যরা তৃণমূলে যোগ দিলে তাদের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯। বোর্ড গঠন করে তৃণমূল। এবার একুশের নির্বাচনের আগে পঞ্চায়েতের উপপ্রধান দলবদল করে বিজেপিতে যোগ দেন। তার জেরে পঞ্চায়েতে বিজেপি সদস্যের সংখ্যা দাঁড়ায় ৭, তৃণমূলের ৮। তাতেই তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। আজ সেই অনাস্থা ভোট।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version