Wednesday, December 17, 2025

কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে অধিকারী পরিবারকে তুলোধনা কুণালের

Date:

গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বুধবার কাঁথি শহরে পা রেখেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীকে একহাত নিলেন কুণাল। শিশির অধিকারীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “মাথা মাথায় থাকে, আর মেরুদন্ড পিঠে। যাদের সেটা থাকে না তারা কোন দলে আছে ভাবতে একমাস সময় নেয়।”

এদিন সন্ধ্যায় কাঁথির ওই অনুষ্ঠান থেকে বিজেপিকে নকল হিন্দু বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “রাজ্য সরকার পুজো কমিটি গুলোকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে। তবে যারা নকল হিন্দু সেজেছে তারা এর বিরোধিতা করছে। যারা সত্যি সত্যি হিন্দু তাদের আমি প্রণাম করি। যারা নকল হিন্দু তাদের মানুষ ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছে।” এ পরই শুভেন্দুর পরিবারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ঘরের অন্দরে যখন সব ক্ষমতা ছিল তখন মনে হয়নি ক্ষমতা ভাগ করে দিই। এখন জ্ঞান দেওয়া হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে? শিশিরবাবু আপনি আমার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে শিক্ষিত, কিন্তু আমাকে ঘরে লুকিয়ে থাকতে হয় না ছেলের জন্য।” পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘ভুল পথে একজনের সঙ্গে চলছ। ওসব ছেড়ে তৃণমূল নেতা সুপ্রকাশের পাশে এসে দাঁড়াও।’

আরও পড়ুন:নিজের ক্ষেত্রেও দলের নীতি মেনে “এক ব্যাক্তি এক পদ” চেয়েছিলেন মমতা

এরপর সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “ও যত ওদিকে থাকবে ওদিক থেকে একটা একটা করে এদিকে আসবে। ফলে ও ওখানে থাক। এদিন শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ওকে বলা হয়েছে, আর একজন বিধায়কও যদি দল ছেড়ে যায় তাহলে পরিষদীয় দলনেতার পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে শুভেন্দুকে।”

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version