Friday, November 14, 2025

অগ্নিগর্ভ ত্রিপুরা: CPIM কার্যালয়ে হামলা, পাশে দাঁড়িয়ে BJP -র তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্বের

Date:

সিপিআইএমের উপর বিজেপির হামলার ঘটনায় অগ্নিগর্ভ ত্রিপুরা (Tripura)। আগরতলা, উদয়পুর, বিশালগড়ে দফায় দফায় সংঘর্ষ বাধে। বুধবার, বিকেলে উদয়পুরে সিপিআইএমের (Cpim) মিছিল ছিল। অভিযোগ, সেখান থেকে অশান্তির সূত্রপাত। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এই খবর ছড়িয়ে পড়তেই জায়গায়-জায়গায় বামেদের উপর হামলা শুরু হয়।

আগরতলায় (Agartala) সিপিআইএমের সদর দফতর দশরথ ভবন, ভানু ভবনে ভাঙচুর চালানো হয়। আগরতলায় সংবাদপত্রের দফতরেও হামলার ঘটনা ঘটে। গাড়িতে আগুন ধরানো হয়, ভাঙচুরও চালানো হয়। সব ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির (Bjp) বিরুদ্ধে। উদয়পুরে একাধিক বাড়ি-দোকানে হামলা চালানো হয়। বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সিপিআইএমের দুটি দলীয় কার্যালয়ে। দলের সম্পাদক মণ্ডলীর সদস্যর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে বামেরা।

হামলার খবর পেয়েই সিপিআইএমের রাজ্য দফতরে যান তৃণমূল নেতৃত্ব। সংবাদপত্রর দফতরেও যান তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সুস্মিতা দেবরা (Sushmita Dev)। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধীরা রাজনীতি করতেই পারে কিন্তু তাদের উপর এই ধরনের আক্রমণ কোনোমতেই সমর্থনযোগ্য নয়। সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনারও প্রতিবাদ করেন চন্দ্রিমা-সুস্মিতারা।

এদিকে, সিপিআইএমের বিরুদ্ধে কার্যালয় থেকে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি।

এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন- বিজেপির অভিযোগকে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন!

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version