‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশছাড়ার সিদ্ধান্ত’, কাবুল ছাড়ার পর সাফাই গনির

তালিবান আফগান দখলের দিনই কাবুল ছেড়ে পালিয়েছিলেন আফগানিস্তানের প্রাক্তন প্রসিডেন্ট আশরফ গনি। তালিবানরা সরকার ঘোষণার ২৪ ঘণ্টা না কাটতেই নিজের এই কীর্তির জন্য দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে গনি টুইটারে লিখলেন, ‘জীবনের কঠিনতম সিদ্ধান্ত ছিল দেশ ছেড়ে যাওয়া।’

আরও পড়ুন:কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী মহম্মদ ইয়াকুব আফগানিস্তানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী!

তালিবানদের হাতে কাবুল চলে যাওয়ার পরই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করেছিল তালিবান। ঠিক সেসময় গোটা দেশবাসীকে বিপদের মূখে ঠেলে দিয়ে গাঢাকা দিয়েছিলেন প্রাক্তন প্রসিডেন্ট। যদিও তাঁর এই কুকীর্তির জন্য বিশ্ববাসীর সমালোচনার মুখে পড়তে হয়। তারপর পঞ্জশির নিয়েও কোনও কথা বলেননি গনি। শোনা যায়, একটি বা দুটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। নানা জল্পনার পর জানা যায়, মানবতার খাতিরে ঘানিকে আশ্রয় দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ২৩ দিন পর টুইটারে নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, দেশ ছাড়া আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। এছাড়া আর অন্য কোনও পথ ছিল না। গনির সাফাই,‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আমি চাইনি গুলি চলুক, রক্ত ঝরুক।’

advt 19

 

 

Previous articleকান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী মহম্মদ ইয়াকুব আফগানিস্তানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী!
Next articleআইওএম নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করবে ভারত