Wednesday, November 12, 2025

পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম

Date:

Share post:

শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলামকে পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে শুক্রবার মামলা করার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা৷

এই মইদুল ইসলামকে গ্রেফতার করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর নানা ঘটনা ঘটেছে বেলেঘাটায়৷ তবে পুলিশ মইদুলকে সকাল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি৷

আরও পড়ুন:সাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস

শুক্রবার মইদুলের তরফে হাইকোর্টে পুলিশের এই আচরণের প্রতিবাদ জানিয়ে মামলা করার অনুমতি প্রার্থনা করা হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাশে৷ পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মইদুলের বক্তব্য, বৃহস্পতিবার রাতভর বেলেঘাটায় তাঁর শ্বশুরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ২০০ জন পুলিশ এসে বাড়িতে হামলা চালিয়েছে। মারধোর করেছে৷ বিচারপতিকে বলা হয়, একজন শিক্ষককে কি আগে নোটিশ দিয়ে বলা যেত না ? কি অপরাধ করেছি আমি? বারবার বলেছি, সব সহযোগিতা করব।তারপরেও পুলিশের এই আক্রমণ। এর পরই মইদুল ইসলামকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত মাসেই বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ জন এসএসকে শিক্ষিকা৷ সেই ঘটনায় মইদুলের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুলের বিরুদ্ধে মামলাও দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিধাননগর উত্তর থানা এবং বেলেঘাটা থানার পুলিশের একটি যৌথ দল বেলেঘাটা চাউলপট্টি এলাকায় মইদুলের শ্বশুরবাড়িতে হানা দেয়৷ সেই সময় সেখানেই ছিলেন ওই শিক্ষক নেতা৷ তাঁর বাড়ির বাইরে পুলিশি প্রহরা রয়েছে৷ মইদুল ইসলাম জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপের বিরোধিতায় তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হবেন৷ সেই মতোই শুক্রবার তিনি আদালতে মামলা করার অনুমতি চান৷ হাইকোর্টও সেই অনুমতি মঞ্জুর করেছে৷

advt 19

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...