অবশেষে লুম্বিনীপার্কে ঠাঁই ইরার

ফুটপাথে ভবঘুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা- এই খবর বৃহস্পতিবার প্রকাশ করেছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। খবর দেখে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়।

খবর যায় খড়দহ পুরসভার কাছে। বরাহনগর থানাতেও খবর যায়। থানার সঙ্গে যোগাযোগ করেন সিপিআইএম (CPIM) নেতারাও।

আরও পড়ুন:C/o ডানলপ ফুটপাথের ইরা আসলে কে?

তবে রোজ সকালে সংবাদপত্র পড়ার অভ্যাস ইরা বসুকে (Ira Basu) জানিয়ে দেয় তাঁর খবর বেরিয়েছে। আর তারপরেই আবার আড়ালে চলে যান তিনি। শেষে বিকেল নাগাদ ইরাকে লুম্বিনী পার্ক (Lumbini Park) মানসিক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে একজন উচ্চশিক্ষিতা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা কেন C/o ফুটপাথ! তার উত্তর মেলেনি।

advt 19

Previous articleসাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস
Next articleপুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম