Sunday, August 24, 2025

২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে ভোটপ্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) যে কোনও দিন জেলায় ভোটপ্রচারে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরে বামপ্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। সম্প্রতি নির্বাচন কমিশন ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করেছে।

৩০ সেপ্টেম্বর জেলার দুই কেন্দ্রে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন জঙ্গিপুর কেন্দ্র থেকে এবং আমিরুল ইসলাম সামশেরগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন। এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে দুরন্ত জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রায় নিশ্চিত, এবারও এই দুই কেন্দ্র তাঁদেরই দখলে থাকবে। যেহেতু করোনা আবহে দুই কেন্দ্রে ভোট হচ্ছে, নির্বাচন কমিশন প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। দুই কেন্দ্রেই সব রকম প্রচারের ক্ষেত্রে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে।

নিষেধাজ্ঞা ওঠার পর ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদে যাচ্ছেন দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) সমর্থনে সেদিন প্রচার করবেন তিনি। দলের জেলা মুখপাত্র গৌতম ঘোষ বলেন, জঙ্গিপুরে মুখ্যমন্ত্রীর প্রচারে আসা প্রায় নিশ্চিত। কর্মসূচি নির্দিষ্ট হওয়ার পর প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এমডিআই মাঠে তাঁর সভা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে যেহেতু সব সভাতেই এক হাজারের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ, কোভিড প্রোটোকল মেনে ওই সভাতেও যাতে এক হাজারের বেশি লোক না আসেন তা নিশ্চিত করব। তিনি আরও বলেন, ২২ তারিখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এমডিআই মাঠের হেলিপ্যাডে নামবে। সেখান থেকে সোজা সভাস্থলে জাকির হোসেনের সমর্থনে প্রচারে যাবেন তিনি।

আরও পড়ুন- গণতান্ত্রিক কাঠামোয় সংখ্যাগরিষ্ঠের মতামতই চূড়ান্ত বলে জানাল সুপ্রিম কোর্ট

advt 19

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...