Monday, May 5, 2025

সাতসকালেই চেতলায় ডোর টু ডোর প্রচারে ফিরহাদ হাকিম

Date:

Share post:

সাতসকালেই চেতলায় ডোর টু ডোর প্রচারে ফিরহাদ হাকিম। উৎসাহ-উদ্দীপনা বুঝিয়ে দিল ভবানীপুর ঘরের মেয়েকেই চায়। ভবানীপুরে মীরজাফরদের জায়গা নেই। বললেন ফিরহাদ হাকিম।দলনেত্রী মনোনয়ন জমা দিয়েছেন ২৪ ঘন্টাও হয়নি । তার আগেই তাঁর অন্যতম সেনাপতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম “ডোর টু ডোর” প্রচারে নেমে পড়লেন। শনিবার সাতসকালেই চেতলার ৮২ ও ৭৪ নং ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় ঘুরে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে পার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৩০শে সেপ্টেম্বর জোড়া ফুলে ছাপ দিতে বললেন।

চেতলা ফিরহাদ হাকিমের নিজের এলাকা। সেখানে তিনি সবার কাছে “ববি দা”। মানুষের সুখ দুঃখের সবসময়ের সাথী। আর এবার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফিরহাদ হাকিম নিজে মানুষের দরজায় গিয়ে দেখলেন তাদের উৎসাহ ঊদ্দীপনা কোন পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষ কার্যত উৎসবের মেজাজে রয়েছেন। আবার তারা তাদের ঘরের মেয়েকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে। ফিরহাদ হাকিমের সঙ্গেই গলা মিলিয়ে বাড়ির মেয়ে বৌরা বলে উঠলেন, ৩০ তারিখ “খেলা হবে”।

ভবানীপুর ঘরের মেয়েকেই চায় এই স্লোগান আগেই হিট। এদিন ফিরহাদ হাকিম তার সঙ্গে যোগ করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরের দুর্গা যিনি সারা বাংলা জুড়ে বিজেপি নামের অশুভ শক্তিকে বধ করেছেন। বাংলাকে সুরক্ষিত রেখেছেন। সেই দুর্গাকেই ভবানীপুরের মানুষ জিতিয়ে আনবেন”।

মানুষের দরজায় গিয়ে মা-বোনেদের জোড় হাত করে বলেছেন, আপনাদের ঘরের মেয়েকেই ভোটটা দেবেন।চকিতে মা-বোনেরা উত্তর দিয়েছেন, এই অঞ্চলের সব ভোটই ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আামাদের দিদির। শুনে হাসি মুখে ফিরহাদ হাকিম পা বাড়িয়েছেন অন্য দরজায়। সব জায়গাতেই উত্তর এক, ” ঘরের মেয়ে ভবানীপুরে সব ভোট জোড়া ফুলে”।

এদিন প্রচারে লিফলেটও বিলি করা হয়। সেখানে সরকারের উন্নয়ের খতিয়ান সহ রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, স্বাস্থসাথী সহ একাধিক জনমুখী প্রকল্পগুলির উল্লেখ রয়েছে। এখানে বিজেপির প্রার্থী এবং তারকা প্রচারক নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ হাকিমের সপাট জবাব, “ভবানীপুর মীরজাফরদের মাটি নয়। এই মাটিতে মীরজাফরদের ঠাঁই নেই। আর কে এখানে উল্টোদিকে থাকলো তাতে কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় ২১৩ টা জায়গায় জিতে আছেন। সব বিধায়কই তো তাঁর নামেই জিতেছে৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্য চালানোর ভার দিয়েছেন। ফলে বাংলা দিদির সঙ্গেই আছে। আর ভবানীপুরও ঘরের মেয়ের সঙ্গেই থাকবে”।

advt 19

 

 

spot_img

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...