কৃষক বিদ্রোহ: পিছু হটল বিজেপি সরকার, তদন্তের নির্দেশ অভিযুক্ত IAS অফিসারের বিরুদ্ধে

শেষ পর্যন্ত কৃষকদের প্রবল আন্দোলনের কাছে মাথা নত করল হরিয়ানার বিজেপি সরকার। ২৮ অগাস্ট কার্নালে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় কার্নালের সাব-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়ুষ সিনহা পুলিশ কর্মীদের নির্দেশ দেন, কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদের মাথা ফাটিয়ে দিতে হবে। আইএএস অফিসারের ওই মন্তব্য প্রকাশ আসতেই কৃষকরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। কার্নালের জেলা প্রশাসনিক অফিস অবরুদ্ধ করে রাখেন তাঁরা।

প্রায় এক সপ্তাহ অবরোধ চলার পর শেষ পর্যন্ত কৃষকদের কাছে নতিস্বীকার করল হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকার। শনিবার সকালে বিজেপি সরকার জানিয়েছে, অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্ত শেষ হবে এক মাসের মধ্যেই। তদন্ত চলাকালীন ওই অফিসার ছুটিতে থাকবেন। তদন্তে যদি আয়ুষের বিরুদ্ধে দোষ প্রমাণ হয়, তবে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। খাট্টার সরকারের এই ঘোষণার পরই কৃষকরা আপাতত তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেন।

যদিও ২৮ অগাস্ট ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার কার্যত অভিযুক্ত অফিসারের পাশেই দাঁড়িয়েছিলেন। সে সময় বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, আয়ুষের এ ধরনের কথা বলা ঠিক হয়নি। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মাঝেমাঝে কঠোর হতে হয়। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে যেন আগুনে ঘি পড়ে। কৃষকরা দ্বিগুণ উৎসাহে শুরু করেন আন্দোলন।

কৃষক নেতা তথা স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব পাল্টা প্রশ্ন তোলেন, আমরা প্রশাসনের কাছে জানতে চাই কোন আইনে মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলা আছে?

২৮ অগাস্টের ওই ঘটনায় পুলিশের লাঠির ঘায়ে সুশীল কাজল নামে এক কৃষকের মাথা ফেটেছিল। পরে সুশীলের মৃত্যু হয়। এ ব্যাপারে কৃষকনেতা রাকেশ টিকায়েত বলেছেন, সুশীলের মৃত্যুর বিচার চাইতে তাঁরা মহাপঞ্চায়েতের আয়োজন করবেন। বিক্ষোভ মিছিলও করবেন তাঁরা। সুশীলের মৃত্যুর জন্য দায়ী পুলিশকর্মীদের যতদিন না শাস্তি হবে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। রাজনৈতিক মহল মনে করছে, কৃষকদের প্রবল আন্দোলনের চাপে কার্যত ব্যাকফুটে হরিয়ানার বিজেপি সরকার। সে কারণেই তারা কৃষকদের দাবি মেনে অভিযুক্ত আইএএস অফিসারের বিরুদ্ধে তদন্তের কথা ঘোষণা করল।

আরও পড়ুন- ত্রিপুরা : অভিষেকের পদযাত্রা ঘিরে উদ্দীপনা, বুথভিত্তিক মহিলা সংগঠনের ডাক দিয়ে কর্মিসভা

advt 19

 

Previous articleত্রিপুরা : অভিষেকের পদযাত্রা ঘিরে উদ্দীপনা, বুথভিত্তিক মহিলা সংগঠনের ডাক দিয়ে কর্মিসভা
Next articleদিল্লিতে রেকর্ড বৃষ্টি, জারি কমলা সতর্কতা