Thursday, August 28, 2025

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী এন্টালির “গো-হারা” প্রিয়াঙ্কা! তুঙ্গে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

Date:

বাঘের মুখে কে পড়তে চায়। তাই প্রথমে শোনা যাচ্ছিল, ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। কে আর যেছে নিশ্চিত পরাজয়কে সঙ্গী করতে চায়! কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে প্রার্থী না দিলে আবার দলের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনজীবী যুবনেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ঠেলে দিয়েছে গেরুয়া শিবির। ভবানীপুরে মুখরক্ষায় অবাঙালি ভোটের যদি কিছুটা টানা যায়, তাই প্রিয়াঙ্কাকে দাঁড় করানো।

প্রিয়াঙ্কার অতীত রেকর্ড কী?

আগে একবার কলকাতা পুরভোটে দাঁড়িয়ে হেরে ছিলেন প্রিয়াঙ্কা। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোটে দাঁড়িয়ে ছিলেন।। নিজের বিধানসভা এলাকায় একটি অভিজাত আবাসনের বিরাট ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে রীতিমতো কর্পোরেট ধাঁচে “ওয়ার রুম” খুলেছিলেন প্রিয়াঙ্কা। পেশাদার লোকেদের দিয়ে আইটি সেল বানিয়ে ছিলেন শুধুমাত্র এন্টালি বিধানসভার জন্য। ভোটের অনেক আগে থেকে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ক্যাডারদের সর্বক্ষণ থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিরুদ্ধে প্রার্থী ছিলেন তৃণমূলের স্বর্ণকমল সাহা। ২০১১ থেকে টানা তিনবার তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়ক। তাঁকে হারানোর জন্য সর্বশক্তি লাগিয়ে ছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর দল। কিন্তু ২ মে গণনার শেষে এন্টালির ছবিটা ছিল এরকম। অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও ৫৮ হাজার ২৫৭ ভোটে হেরে ছিলেন। যা কে বলে “গো-হারা”!

স্বর্ণকমল সাহার প্রাপ্ত ভোট ছিল- ১,০১,৭০৯ (৬৫%)
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রাপ্ত ভোট ছিল- ৪৩,৪৫২ (২৮%)

এহেন প্রিয়াঙ্কা এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী। তৃণমূল চাইছে ৩ অক্টোবরে ফলাফল ঘোষণার পর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যাতে অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। অন্যদিকে, রাজনৈতিক মহল বলছে, এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার ভবানীপুর উপনির্বাচনে হারের ব্যবধান বিধানসভায় হারের অঙ্কের চেয়ে আরও বেড়ে যাবে।

এমন প্রার্থীকে নিয়ে বিজেপির নিচুতলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একাধিক পদাধিকারীর বক্তব্য, জেলার যোগ্য বাঙালি প্রার্থী ছিল। কেন এভাবে বাইরে থেকে অবাঙালি প্রার্থী ও পর্যবেক্ষক চাপিয়ে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। শুধু প্রার্থী নন, ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পক্ষে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পেয়েছেন আরেক অবাঙালি। তিনি বারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং। এই বিষয়টি নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ ভবানীপুর তথা দক্ষিণ কলকাতার নিচু তোলার কর্মীরা।

 

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version