পঞ্চম টেস্টের ভবিষ্যৎ আলোচনা করতে ব্রিটেন যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারত-ইংল‍্যান্ড ( India-England)পঞ্চম টেস্ট বাতিল হওয়ার কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে( Ecb)। এই পরিস্থিতিতে ২২ সেপ্টেম্বর ব্রিটেন যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)।

সূত্রের খবর, ইসিবির প্রায় ক্ষতি হয়েছে ৪০ মিলিয়ন পাউন্ড, এবং সেটি ছিল না বিমার আওতায়। এই ৪০ মিলিয়নের মধ্যে ৩০ মিলিয়ন ডলার ক্ষতি সম্প্রচারে ও বাকিটা টিকিট ও হসপিটালিটিতে হয়েছে। যেহেতু টেস্ট বাতিল হওয়ার পিছনে বড় হাত রয়েছে ভারতীয় শিবিরের, ফলে বেশ অসন্তুষ্ট বিসিসিআই।

এই পরিস্থিতিতে ২২ সেপ্টেম্বর ব্রিটেন যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ইসিবির চিফ এক্সেকিউটিভ টম হ‍্যারিসন ও ইয়ান হোয়াটমোরের সঙ্গে আলোচনা করবেন। জানা গিয়েছে, আলোচনার বিষয় দুটি। এক, বাতিল হওয়া পঞ্চম টেস্টটি কবে আয়োজন করা হবে। আর দুই হল, ইসিবির যে বিপুল পরিমাণ ক্ষতি হল, সেই নিয়ে বিসিসিআইয়ের কী মত। এছাড়াও আলোচনার আরেকটি বিষয় হল, বাতিল হওয়া টেস্ট ম‍্যাচটির কী একক  টেস্ট হিসাবে ধরা হবে? নাকি সিরিজের অংশ হিসাবে ধরা হবে?

আরও পড়ুন:স্বপ্ন পূরণ নীরজের, পরিবারকে চড়ালেন বিমানে


 

Previous articleহঠাৎই যশকে সঙ্গে নিয়ে কলকাতা পুরসভায় কেন নুসরত? 
Next articleঅতনু ঘোষের আগামী ছবিতে এক বৃদ্ধের ভূমিকায় প্রসেনজিৎ