অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

ফের বিরোধী শিবিরে ভাঙন। এবার অর্জুন গড়ে বড়সড় ভাঙন বিজেপিতে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হাজারদুয়েক বিজেপি কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দিলেন নিহত মণীশ শুক্লার ঘনিষ্ঠ দুই বিজেপি নেতা। যোগদান মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তৃণমূলের দমদম-ব্যারাকপুর জেলা কমিটির সভাপতি পার্থ ভৌমিক (Partha Bhowmik)। দলের শক্তি বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির।

টিটাগড়ের তৃণমূলের যোগদান মঞ্চে ছিলেন রাজু সাউ। যিনি নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বারাকপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। রাজু সাউ ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। তিনিই এবার ছাড়লেন দল।

আরও পড়ুন- উত্তরপ্রদেশের পর এবার দিল্লি, অজানা জ্বরে কাঁপছে রাজধানী