Monday, August 25, 2025

কৃষকদের স্বার্থে একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

Date:

রাজ্যের কৃষকদের(Farmer) স্বার্থে একরাশ দাবি তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। দু’পাতার চিঠিতে কৃষকদের স্বার্থে আখের পর্যাপ্ত দাম বৃদ্ধি, গম ও ধানে বোনাস, পিএম কিষাণ যোজনার পরিমাণ দ্বিগুণ এবং ডিজেলে ভর্তুকি দেওয়ার দাবি তুলেছেন তিনি। রাজ্যে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য যোগীর(Yogi Adityanath) কাছে আবেদন জানানো হয়েছে চিঠিতে। উত্তর প্রদেশ নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীকে(chief minister) বিজেপি সাংসদের(BJP MP) এই চিঠি নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কৃষকদের সকল সমস্যা ও দাবী তুলে ধরেছেন সাংসদ। এবং সমাধানের উপায় বাতলে দিয়ে বরুণ গান্ধীর চিঠিতে আখের বিক্রয়মূল্য প্রতি কুইন্টালে ৪০০ টাকা বাড়ানোর পরামর্শ দেন। বর্তমানে যার দাম ৩১৫ টাকা প্রতি কুইন্টাল। পাশাপাশি গম ও ধানের এমএসপি কুইন্টাল প্রতি ২০০ টাকা অতিরিক্ত দেওয়ার আবেদন জানান। শুধু তাই নয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কৃষকদের দেওয়া অর্থ ৬০০০ টাকার পরিবর্তে বার্ষিক ১২ হাজার টাকা করার আবেদন করা হয়েছে। এই অতিরিক্ত ৬০০০ টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হোক।

আরও পড়ুন:অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কৃষি আইন সহ একাধিক দাবিতে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই পরিস্থিতিতে ঘোর চাপে সরকার। আগামী বছর উত্তরপ্রদেশ নির্বাচনে কৃষকদেরকে অসন্তোষ ভোটবাক্সে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর প্রদেশের মুজাফফরনগরে কৃষক আন্দোলন। এমন পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তার জন্য যোগীর কাছে আবেদন জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version