Friday, November 28, 2025

ভবানীপুর উপনির্বাচন: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ কত জানেন?

Date:

Share post:

আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের যুবনেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পেশায় প্রিয়াঙ্কা একজন আইনজীবী। আর আগেও তিনি বিধানসভা ভোটে লড়েছেন। একুশের হাইভোল্টেজ নির্বাচনে প্রিয়াঙ্কা এন্টালি কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়েছিলেন। এবং বিপুল ভোটে হেরেছিলেন। এবার ভবানীপুরে যখন কেউ প্রার্থী হতে রাজি হচ্ছেন না, ঠিক তখনই প্রিয়াঙ্কাকে বাঘের মুখে ঠেলে দিয়েছেন দিলীপ ঘোষরা।

আজ, সোমবার করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাক-ঢোল পিটিয়ে নাচানাচি করে কর্মী-সমর্থদের হইহুল্লোড়ের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন। অথচ, এই বিজেপি করোনার অজুহাত তুলে উপনির্বাচন ভন্ডুল করতে চেয়েছিল।

আরও পড়ুন-বিধানসভার অসম্মানের অভিযোগ: CBI-ED-র ২ আধিকারিককে তলব অধ্যক্ষের

এদিকে, মনোনয়ন জমা দেওয়ার পর হলফনামায় প্রত্যেক প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির কথা ঘোষণা করতে হয়। বিজেপি প্রার্থীও তা করেছেন। যদিও সম্পত্তির সেই চিত্র এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনেও কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময়ে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা বলছে, প্রিয়ঙ্কার সর্বমোট সম্পদের আর্থিক পরিমাণ সাড়ে ৩ কোটি টাকারও বেশি।

সাড়ে পাঁচ মাস আগে গত ৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমার সময়ে তৎকালীন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা হলফনামা দিয়ে জানিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৭৯ টাকা। আর দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা। প্রিয়াঙ্কা টিবরেওয়াল গত বিধানসভা নির্বাচনের সময়ে যে ঘোষণা করেছিলেন তাতে, নিয়ম অনুযায়ী প্রিয়ঙ্কার স্বামী আদিত্যকুমার টিবরেওয়ালের সম্পত্তিও যুক্ত রয়েছে। যেখানে দেখানো হয়েছিল পারিবারিক সম্পত্তির হিসাবও। তাতে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ বলা হয়েছিল ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৫১৬ টাকা। আর স্থাবর সম্পত্তির সর্বমোট পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকার। যদিও ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সোমবার মনোনয়নের সময় তাঁর হলফনামায় যে সম্পত্তির উল্লেখ করেছেন, সেটা এখনও জানা যায়নি।

advt 19

 

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...