স্মরণে শ্রদ্ধায় প্রিয় স্যারকে কুর্নিশ

এক যুগ আগে, উত্তর চব্বিশ পরগণা জেলার সুঁটিয়া ও তার আশপাশের গ্রামগুলোতে তাণ্ডব চলতো এক দল মানুষরূপী পিশাচের। তাদের অপকর্মে সুঁটিয়া পরিচিত হয়েছিলো ধর্ষণ গ্রাম নামে। একের পর এক গণধর্ষণ করা হতো, যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিলো। আতঙ্ক সৃষ্টি করে সবাইকে চুপ করিয়ে রেখে হতো লুটপাট।
এরকম বিভীষিকাময়, থমথমে অবস্থা দিনের পর দিন মুখ বুজে সহ্য করে যাচ্ছিলো সাধারণ মানুষ। ক্ষোভে-অপমানে ভেতরে ভেতরে ফুঁসলেও সবার মনেই চাপা ভয়, আইন-শৃংখলাবাহিনীর আওতাধীন হয়েও সাহস নেই অভিযোগের।
রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন মিত্র ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক বরুণ বিশ্বাস । নিজের জীবন বাজি রাখতেও পিছপা হননি। তার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য । চক্ষু পরীক্ষা শিবিরে ভিড় উপচে পড়েছিল। মিত্র ইনস্টিটিউশনে রক্তদান শিবিরে ৪০ জন রক্তদান করলেন।স্মরণে শ্রদ্ধায় প্রিয় স্যারকে কুর্নিশ জানালেন সবাই ।

 

advt 19

 

Previous articleভবানীপুর উপনির্বাচন: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ কত জানেন?
Next articleবিজ্ঞাপণকাণ্ড : বিজেপিকে “নির্লজ্জ” বলে তীব্র কটাক্ষ সাংসদ সুখেন্দুশেখর রায়ের