Monday, November 10, 2025

“মোর নাম এই বলেই খ্যাত হোক…”! জনসংযোগে পায়ে হেঁটে মানুষের দুয়ারে মমতা

Date:

ভবানীপুর উপনির্বাচনকে (Bhawanipur By Poll) কেন্দ্র করে এখন সাজো সাজো রব। শাসক দল তৃণমূলের (TMC) প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই চাই রেকর্ড মার্জিন। মুখ্যমন্ত্রী নিজেও এই ভোট নিয়ে খুব সিরিয়াস, সেটা কর্মিসভাতেই বুঝিয়ে দিয়েছেন। জয় নিশ্চিত হলেও তাই কোনও আত্মতুষ্টির জায়গা নেই। নিজের প্রশাসনিক কাজের ফাঁকে প্রচারও সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার নবান্ন (Nabanna) থেকে ফেরার পথে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৭ ও ৭৩ নম্বর ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। সেখানে বেশকিছু মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। জনসংযোগ করেন। বাড়ির মেয়ের মতোই সকলের সঙ্গে ঘরোয়া আড্ডা দেন বেশ কিছুক্ষণ।কারও কোনও সমস্যা থাকলে সরাসরি ফিরহাদ হাকিমকে জানানোর কথা বকেন। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, “মোর নাম এই বলেই খ্যাত হোক, আমি তোমাদের লোক”!

আরও পড়ুন-বিজ্ঞাপন বিতর্ক: উন্নয়নে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে যোগীকে খোঁচা ডেরেকের

এদিন ৭৭ নম্বর ওয়ার্ডে খিদিরপুরের ২৫ পল্লি দুর্গা পুজোর পাড়া থেকে ১৬ আনা মসজিদ হেঁটে হেঁটে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ আনা মসজিদে ইমামদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন তিনি। হঠাৎ প্রিয় মুখ্যমন্ত্রীকে সামনে দেখে আবেগে ভাসেন মানুষ।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে বড় জনসভা বাতিল হয়েছে। বদলে ছোট ছোট স্ট্রিট কর্নার এবং বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল। এবার পথে নেমে জনসংযোগ সারলেন খোদ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মঞ্চে উঠছি না। কিছু বিধি নিষেধ আছে। রাজনৈতিক দল হিসাবে অনুমতি নেওয়া হয়েছে পথ সভা করার। সবাই ভালো ও সুস্থ থাকুন। সবাই আমার জন্যে আশীর্বাদ করুন।”

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version