Saturday, August 23, 2025

ফের কালিয়াচকে গঙ্গা ভাঙন, তলিয়ে গেল ফসলি জমি-সহ ১০-১২টি বাড়ি

Date:

ফের শুরু গঙ্গা ভাঙন। মালদহের কালিয়াচকে গতকাল দুপুর থেকে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। সোমবারও ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে ১০ থেকে ১২টি বাড়ি। ভাঙনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘর ছাড়তে শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে শুরু ভারী বৃষ্টি

চলতি বছরে বর্ষার শুরুতেই কালিয়াচকের ৩ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ফের রবিবার দুপুর থেকে ওই একই জায়গায় পাড় ভাঙতে শুরু করেছে। এর জেরে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, ফসলি জমি। গত ১২-১৪ ঘণ্টায় প্রায় ১০-১২টি বাড়ি তলিয়ে গিয়েছে বলে জানা গেছে। প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে চলছে এখনও ভাঙন অব্যাহত। আতঙ্কিত গ্রামবাসীরা নিজেরাই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। তাঁদের অভিযোগ ভাঙন রুখতে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।

এর আগে কালিয়াচকে গঙ্গার ভাঙন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ভিমা গ্রামে নদীগর্ভে তলিয়ে গিয়েছিল উপস্বাস্থ্যকেন্দ্রও। পাশাপাশি মানিকচকে গঙ্গার জল বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছিল ৫-৬টা গ্রাম। ভূতনির চড় এলাকার কষিঘাটেও গঙ্গায় ব্যাপক ভাঙন শুরু হয়েছিল।পরিস্থিতি জটিল হওয়ায় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হলেও ভাঙন রোধ করা সম্ভব হয়নি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version