লক্ষ্য ২০২৪: পূর্ব মেদিনীপুরে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আর্জি তৃণমূল যুবনেত্রী সায়নীর

সামনেই পুর-নির্বাচন আর তারপরই ২০২৪-এ লোকসভার নির্বাচন। ২০২৪-কে পাখির চোখ করে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।

স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকেই সোমবার জেলাসফর শুরু করলেন তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সফরের পুরোভাগে থাকা যুব দলের কর্মী-সমর্থকদের প্রবীণ তৃণমূল কংগ্রেস, ছাত্র, মহিলা, শ্রমিক সংখ্যালঘু-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন সায়নী। তিনি বলেন, ‘পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় নয়। এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। এ মাটি মা-মাটি-মানুষের। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে ধরাশায়ী করতে হবে।’

আরও পড়ুন-বিজ্ঞাপণকাণ্ড : বিজেপিকে “নির্লজ্জ” বলে তীব্র কটাক্ষ সাংসদ সুখেন্দুশেখর রায়ের

এদিন সভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, মৎস্যমন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, তরুণকুমার মাইতি, হরিসাধন দাস অধিকারী, মামুদ হোসেন, শেখ আনোয়ার উদ্দিন, কাজল বর্মণ, বিকাশ বেজ প্রমুখ। এদিনের সভার সভাপতি ছিলেন সুপ্রকাশ গিরি।

advt 19