Monday, August 25, 2025

এবার বেসরকারি সংস্থাকে দিয়েও দমকল দফতরের অডিট, ঘোষণা সুজিত বসুর

Date:

এখন থেকে কলকাতা শহরের ছোট আবাসনেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপরেও নজরদারি চালাবে দমকল বিভাগ। সোমবার দমকল দফতরের মির্জা গালিব স্ট্রিটের অফিসে সাংবাদিক বৈঠকে ছোট আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে এমনটাই জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

সুজিত বসুর কথায়, ‘‘দমকল দফতর অডিট শুরু করছে। ছোট আবাসানের ক্ষেত্রেও সেই অডিট হবে। সেই অডিট হলেই সবকিছু জানা যাবে। প্রতিমাসে দফতরের পক্ষ থেকে ২৫০টি অডিট করানো হয়। দফতরের কাজে গতি ও স্বচ্ছতা আনতে আরও বেশি অডিটের প্রয়োজন। এবার থেকে বেসরকারি সংস্থা এই অডিটের কাজ করবে। ফলে কোথায় দমকলের আইন মানা হচ্ছে বা হচ্ছে না, এবং পরিকাঠামোগত ক্ষেত্রে কোথায় কোথায় ফাঁক রয়ে গিয়েছে সহজেই তা জানতে পারবে দফতর।”

আরও পড়ুন-বিজেপির ভয় ভালো লাগছে: পথযাত্রায় বারবার বাধায় তীব্র কটাক্ষ অভিষেকের

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘’নিমতলায় কোনও ফায়ার অ্যারেঞ্জমেন্ট ছিলনা। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডানকুনির অগ্নিকাণ্ডের ঘটনাতেও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। দফতর থেকে বলার পরও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিচ্ছেন না বহু ব্যবসায়ী। তাই ফায়ার অডিট করা হবে।”

কিন্তু কেন এমন অনিয়ম?

দমকল মন্ত্রী সুজিত বসুর কথায়, “কাঠগোলায় দাহ্য পদার্থের ওপর রান্না করা হয়েছে। বহু জায়গায় অসঙ্গতি ধরা হয়েছে। এবার থেকে দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি থাকবে।”

 

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version