Thursday, August 21, 2025

বড় সাফল্য দিল্লি পুলিশের, বানচাল করল নাশকতার ছক, গ্রেফতার ৬ জঙ্গি

Date:

নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পাকিস্তানে প্রশিক্ষিত দুই জঙ্গি সহ মোট ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা জানান, স্পেশাল সেল এই অভিযানে অনেক বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে। এই ৬ জনকে দিল্লি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই পাকিস্তানি জঙ্গির নাম ওসামা ও জিশান।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গিকেই পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এই জঙ্গিদের যোগসূত্রও রয়েছে বলে বলা হচ্ছে। এই গ্রেফতারের পর, দিল্লি পুলিশের স্পেশাল সেলের স্পেশাল সিপি নীরজ ঠাকুর বলেন, আশঙ্কা করা হচ্ছে এই গ্রুপে ১৪-১৫ জন জড়িত। সম্ভবত তারাও এখানে প্রশিক্ষণ পেয়েছে।

আরও পড়ুন-সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল, উত্তর-পূর্ব নিয়ে নেত্রীর লক্ষ্য স্পষ্ট: সুস্মিতা

স্পেশাল সিপি আরও জানিয়েছেন, “মনে হচ্ছে সীমান্তের চারপাশ থেকে এই অভিযান চালানো হচ্ছে। দিল্লি পুলিশ তথ্য দিয়েছে যে তারা ২ টি দল গঠন করেছিল। দাউদ ইব্রাহিমের ভাই অনিশ ইব্রাহিম একটি দলের সঙ্গে যুক্তও ছিলেন। এই কাজটি ছিল সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করা এবং সারা ভারতে অস্ত্র সরবরাহ করা। অন্য দলের কাজ ছিল হাওয়ালার মাধ্যমে তহবিল সংগ্রহের।”

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version