Tuesday, November 4, 2025

বড় সাফল্য দিল্লি পুলিশের, বানচাল করল নাশকতার ছক, গ্রেফতার ৬ জঙ্গি

Date:

নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পাকিস্তানে প্রশিক্ষিত দুই জঙ্গি সহ মোট ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা জানান, স্পেশাল সেল এই অভিযানে অনেক বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে। এই ৬ জনকে দিল্লি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই পাকিস্তানি জঙ্গির নাম ওসামা ও জিশান।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গিকেই পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এই জঙ্গিদের যোগসূত্রও রয়েছে বলে বলা হচ্ছে। এই গ্রেফতারের পর, দিল্লি পুলিশের স্পেশাল সেলের স্পেশাল সিপি নীরজ ঠাকুর বলেন, আশঙ্কা করা হচ্ছে এই গ্রুপে ১৪-১৫ জন জড়িত। সম্ভবত তারাও এখানে প্রশিক্ষণ পেয়েছে।

আরও পড়ুন-সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল, উত্তর-পূর্ব নিয়ে নেত্রীর লক্ষ্য স্পষ্ট: সুস্মিতা

স্পেশাল সিপি আরও জানিয়েছেন, “মনে হচ্ছে সীমান্তের চারপাশ থেকে এই অভিযান চালানো হচ্ছে। দিল্লি পুলিশ তথ্য দিয়েছে যে তারা ২ টি দল গঠন করেছিল। দাউদ ইব্রাহিমের ভাই অনিশ ইব্রাহিম একটি দলের সঙ্গে যুক্তও ছিলেন। এই কাজটি ছিল সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করা এবং সারা ভারতে অস্ত্র সরবরাহ করা। অন্য দলের কাজ ছিল হাওয়ালার মাধ্যমে তহবিল সংগ্রহের।”

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version