Saturday, May 3, 2025

দু’বছর ধরে সমস্যায় মৃৎশিল্পীরা। করোনা আবহে ময়নাগুড়ির মৃৎশিল্পীদের অনেকেরই মাথায় হাত পড়েছে। আর দুদিন পরেই বিশ্বকর্মা পুজো।  অন্যান্য বছরগুলিতে এই সময় জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়ির পালপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা গেলেও এবারে তার উল্টো চিত্র। বায়না না হওয়ায় , মুখ চেয়ে বসেই বসেই দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। প্রতি বছর প্রায় ১০০ থেকে ১৫০ বিশ্বকর্মা  তৈরি হয় । কিন্তু এবার করোনা আবহে মূর্তি গড়েছেন মাত্র মাত্র à§©à§« থেকে ৪০টি। যে কটি বানিয়েছেন তারও বেশির ভাগই বায়না হয়নি। ফলে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। বেশিরভাগ বিগ বাজেটের বিশ্বকর্মা

পুজো ছোট করে হচ্ছে। প্রতিবছর বিশ্বকর্মা পুজোর প্রায় ৩ থেকে ৪ মাস আগে কাজ শুরু হতো। এবার সেখানে মাত্র কয়েকদিন আগেই কাজ শুরু করেছেন মৃৎশিল্পীরা। ১০থেকে ১২ ফুট উচ্চতার

বিশ্বকর্মা দাম ছিল ২০০০ থেকে প্রায় ৫০০০ টাকা। এবছর ঠাকুরের উচ্চতা কমে গিয়ে ৩-৪ ফুট হয়েছে, যার ফলে দামও কমে গিয়ে ৯০০-১০০০ টাকার মধ্যেই রয়েছে। করোনা আবহে মৃৎশিল্পীদের প্রতিমা বায়না না হওয়ায় মাথায় হাত পড়লেও এখনও আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা।

এই নিয়ে ময়নাগুড়ির পুরানো মৃৎশিল্পী সুধির পাল বলেন, ” হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই বিশ্বকর্মা পজো। কিন্তু এখনও অনেক ঠাকুর বায়না হয়নি। সমস্ত পূজা ছোট করে করা হচ্ছে। ধার দেনা করে প্রতিমা তৈরি করছিলাম, বিক্রি না হলে পথে বসতে হবে।

 

 

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version