Monday, August 25, 2025

ওয়েবসাইট হ্যাক! অ্যাডমিট কার্ড বিভ্রাট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Date:

ওয়েবসাইট হ্যাকের জের। অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। দ্বিতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিলাপ করেও পাননি অ্যাডমিট কার্ড। এমনকী অনলাইনেও পাওয়া যাচ্ছে না অ্যাডমিট কার্ড। বাধ্য হয়ে প্রথম সেমিস্টারের অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা।

গৌড়বঙ্গের কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা শুরু হয়ে গেলেও  পরীক্ষার্থীরা  অ‍্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি চার ছাত্রীর ফর্ম ফিলাপে তাঁদের প্রোফাইলে হানা দিয়ে অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা লেখা হয়েছিল। তার জেরে সাইবার ক্রাইম থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অডিট করা হচ্ছে। ফলে পোর্টালের কাজ করা যাচ্ছে না। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঁচিশটি কলেজে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা কিছু কলেজে শুরু হয়েছে। আবার কিছু কলেজে শুরু হওয়ার মুখে। আগামী কুড়ি সেপ্টেম্বরের  মধ্যে এই পরীক্ষা শেষ করার কথা। অথচ পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না পরীক্ষার্থীরা, এমনটাই অভিযোগ। সমস্যার কথা মানছেন কয়েকটি কলেজের অধ্যক্ষরা।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানান, সাইবার হ্যাকের কারণে এমন বিপত্তি। শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম তৈরির কাজ চলছে। পুরো বিষয়টি মালদহ সাইবার পুলিশ থানাতে অভিযোগ করা হয়েছে। সাইবার হ্যাকে একটি চক্র জড়িয়ে থাকার বিষয়টিও তিনি উড়িয়ে দিচ্ছেন না। মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন- পাচার রুখতে রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতি ঘোষণা মুখ্যসচিবের

 

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version