আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃণমূলের অর্পিতা ঘোষের

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (MP) পদ থেকে আচমকা ইস্তফা (Resign) দিলেন তৃণমূলের (TMC) অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। তবে হঠাৎ অর্পিতার এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি অসমর্থিত সূত্র বলছে, আজ, বুধবার দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। অর্পিতা ঘোষের পরিবর্তে অন্য কাউকে পাঠানো হতে পারে রাজ্যসভায়।

২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। যদিও প ২০১৯-এর ভোটে বালুরঘাট আসনটি চলে যায় বিজেপির দখলে। হেরে যান অর্পিতা ঘোষ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূলের জন্য অর্পিতার এই ইস্তফা নতুন স্ট্রাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ওয়েইসি বিজেপির ‘চাচাজান’, কটাক্ষ রাকেশ টিকায়েতের