Tuesday, December 23, 2025

কাবুলে এক বাঙালি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করল তালিবান

Date:

Share post:

এক ভারতীয় (Indian citizen) নাগরিক তথা বাঙালিকে (Bengali) অপহরণ (Abduct) করল তালিবান (Taliban) । জানা গিয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে মঙ্গলবার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে । তার নাম বাঁশরি লাল আন্দে (Banshari Lal Ande) । তিনি আফগান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। তাঁর পরিবার রয়েছে দিল্লিতে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে (Kabul) একটি ওষুধের দোকান রয়েছে বাঁশরি লালের। দোকানে যাওয়ার সময় বাঁশরি লাল আন্দেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের কাছে এই খবর এসেছে। তালিবান বাঁশরিকে অপহরণ করার সময় আরও কয়েকজন ছিল । ভয়ে তার সঙ্গীরা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু অপহরণ করার আগে তাদের সকলকে তালিবানের নির্মম, নিষ্ঠুর অত্যাচারের শিকার হতে হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাশরীর খোঁজ করার চেষ্টা চলছে সব রকম ভাবে দিল্লিতে বসবাসকারী বাড়ির পরিবারের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে স্বভাবিকভাবেই তার পরিবারের সকলেই এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে তাদের সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে । ‘ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম’-এর প্রেসিডেন্ট তথা শিখ সমাজকর্মী পুনীত সি চন্দলোক এই তথ্য জানিয়েছেন, রোজকারের মতই মঙ্গলবার সকালেও গাড়িতে চেপে ওষুধ দোকানের দিকে রওনা হয়েছিলেন বাঁশরি লাল। তাঁর সঙ্গে দোকানের কয়েকজন কর্মীও ছিলেন। সূত্রের খবর, আচমকাই গাড়ির পিছন দিকে ধাক্কা মারা হয়। গাড়ি থামানোর জন্য গাড়ির উপরে লাথি- ঘুঁষি মারতে শুরু করে জঙ্গিরা । প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গাড়ি থামাতে বাধ্য হয় বাঁশরি । এরপর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ঘাড় ধরে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া তাঁকে। তার সবুজ রঙের টয়োটা গাড়িতেই অপহরণকারীরা তাকে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

advt 19

spot_img

Related articles

বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

চিরাচরিত রীতি মেনে মঙ্গলের সকালে শান্তিনিকেতনের শুরু পৌষমেলা। রবীন্দ্র সংগীতের সুরে মুখরিত বিশ্বভারতী চত্বর (Visva Bharati University Campus)।...

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই...

ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ...

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Sub-divisional...