Saturday, January 10, 2026

লক্ষ্য অক্সিজেনের ঘাটতি মেটানো, নদিয়ায় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন মহুয়া মৈত্রর

Date:

Share post:

লক্ষ্য অক্সিজেনের ঘাটতি মেটানো, সেই লক্ষ্যেই নদিয়ার বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি, বিধায়ক কল্লোল খাঁ, হাসপাতাল সুপার ডাঃ সুকল্যাণ রায়।

অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ মহুয়া মৈত্র বলেন, নদিয়া জেলায় আমরা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য চারটি অক্সিজেন প্লান্টের অনুমোদন পাই। এরমধ্যে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্টের সূচনা হল। এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে ব্যয় হয়েছে ৭০ লক্ষ টাকা। সাংসদ জানান, আসছে তৃতীয় ঢেউ। আমরা ইতিমধ্যে বহু মানুষ-আত্মীয়কে হারিয়েছি। দেখেছি অক্সিজেনের সঙ্কট। তই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে আমরা সেই কাজটি করতে সফলতা পেয়েছি। এই গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছে এবং যেখানে রোগী থাকবেন সেখানে বেডে অক্সিজেন পাবেন। এছাড়া আগামী দিনে এখান থেকেই অক্সিজেনের যোগান দেওয়া হবে।

‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই সাথে নদিয়া জেলার সব পুলিশ আধিকারিক, নার্স-চিকিৎসক প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজ করেছেন। করোনা মোকাবিলায় আমরা সাফল্য পেয়েছি। অক্সিজেন প্ল্যান্টের কাজটা দ্রুত বাস্তবায়িত করতে পেরে আমরা খুশি হয়েছি’, জানালেন স্থানীয় বিধায়ক কল্লোল খাঁ। সাংসদ মহুয়া মৈত্র আরও জানিয়েছেন যে নদিয়া জেলা চাপড়া, করিমপুর, ধুবুলিয়া এবং বেথুয়াডহরি নিয়ে চারটি অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। তার মধ্যে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হল। বাকিগুলি দ্রুত চালু করা হবে।

আরও পড়ুন- কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ, জোট ভাঙলে দায় নেবে না বাম, স্পষ্ট জানালেন বিমান

advt 19

 

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...