পাচার রুখতে রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতি ঘোষণা মুখ্যসচিবের

বেআইনি বালি পাচারের কারণে রাজ্যের পরিবেশ ও রাজস্ব ক্ষতি হচ্ছে । তাই পাচার আটকাতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান পরিচালনার নতুন ব্যবস্থাপনা তৈরীর কাজ শেষ । নবান্নে আজ বুধবার রাজ্যের নবগঠিত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন।

আরও পড়ুন- কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ, জোট ভাঙলে দায় নেবে না বাম, স্পষ্ট জানালেন বিমান
তিনি বলেন, অক্টোবর মাস থেকে নতুন নীতি অনুযায়ী বালি তোলার কাজ শুরু হবে। মুখ্যসচিব জানিয়েছেন , পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। সম্পূর্ণ অনলাইনে বালি খাদান গুলি নিলাম করবে রাজ্য সরকার। খাদান থেকে তোলা বালি বিক্রি করার ব্যবস্থাও করা হবে মাইন অ্যান্ড মিনারেল কর্পোরেশনের মাধ্যমে।
অনলাইন আবেদনের মাধ্যমে বাছাই করা সংস্থা শুধুমাত্র বালি তোলার কাজে সহায়তা করবে। বালি পাচার আটকাতে প্রত্যেকটি বালি বহনকারী ট্রাকে জিপিএস লাগানো হবে। এই সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি ২৪ ঘন্টার হেলপ্লাইনও খোলা হচ্ছে বলে তিনি জানান।

এরই পাশাপাশি ব্ল্যাক স্টোনের অবৈধ খনন আটকাতেও একই ব্যবস্থা তৈরির ব্যাপারে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

 

advt 19

 

Previous articleলক্ষ্য অক্সিজেনের ঘাটতি মেটানো, নদিয়ায় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন মহুয়া মৈত্রর
Next articleওয়েবসাইট হ্যাক! অ্যাডমিট কার্ড বিভ্রাট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে