লাল-হলুদে তৃতীয় বিদেশী, ক্রোয়েশিয়ার ফ্রাঞ্জো প্রসকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

দলবদলে আবারও চমক দিল এসসি ইস্টবেঙ্গল( ScEastBengal)। অজি ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলার পর এবার তৃতীয় বিদেশী ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। ক্রোয়েশিয়ার ফুটবলার ফ্রাঞ্জো প্রসকে এক বছরের চুক্তিতে সই করাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল তারা। সিরি আ ও সিরি বিতেও (ইতালির দ্বিতীয় ডিভিশন) খেলা এই ফ্রাঞ্জো প্রসকে সই করিয়ে এক প্রকার চমকই দিল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

মোট ১০৭ টি ক্লাব ম‍্যাচ খেলেছেন প্রস। সদ‍্য ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন তিনি। এর আগে ইতালির জনপ্রিয় ক্লাব লাজিওর যুব দল ও সিনিয়র দলে ছিলেন প্রস। সিরি আ ও সিরি বিতেও (ইতালির দ্বিতীয় ডিভিশন) খেলেছেন প্রস। এছাড়া ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রসের।

লাল-হলুদে সই করে উচ্ছসিত প্রস। তিনি বলেন,” যখন আমাকে ইস্টবেঙ্গলের কথা বলা হয় আমি উচ্ছসিত হই। আমি জানি ভারতে ইস্টবেঙ্গলের গুরুত্ব কতটা। আমি আমার আগের ক্লাব গুলো যা যা শিখেছি, সেগুলি আমার দলের ফুটবলারদের সঙ্গে ভাগ করে নেব। আমি মুখিয়ে রয়েছি আইএসএলে নামতে।”

আরও পড়ুন:কলকাতায় এসে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া