কলকাতা লিগ নয়, বরং এএফসি কাপেই ফোকাসড বাগান কর্তারা

কলকাতা লিগ( Kolkata League) নয় বরং এএফসি কাপকেই( Afc Cup) বেশি গুরুত্ব এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan)। শোনা গিয়েছিল এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের পরই কলকাতা লিগের দুটি ম্যাচ খেলতে পারে বাগান ব্রিগেড। তবে এই ধরণের খবরকে উড়িয়ে দিলেন এটিকে মোহনবাগানের ডিরেক্টর তথা মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, এই মুহুর্তে এএফসি কাপে ফোকাসড তাঁর দল।

এদিন তিনি বলেন,” আমরা কলকাতা লিগ খেলবে না একবারও বলিনি। এই মুহুর্তে এএফসি কাপ নিয়ে ব‍্যস্ত আছি। ২২ তারিখের পর কলকাতা লিগে খেলব কী খেলব না তা জানাব। এএফসি কাপ শেষ হলে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব। এখন আমাদের যাবতীয় লক্ষ‍্য এএফসি কাপে।”

সুতরাং বোঝাই যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডের এখন লক্ষ‍্যই হল এএফসি কাপের ইন্টার জোনাল ম‍্যাচ।

আরও পড়ুন:চতুর্থ বিদেশী ড্যানিয়েল চিমাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছসিত চিমা

 

Previous article“হিন্দুস্তান পাকিস্তান হবে না, কুৎসায় কান না দিয়ে ভরসা রাখুন”! হিন্দিভাষীদের বার্তা মমতার
Next articleনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার