Wednesday, August 27, 2025

আতঙ্ক নয়: অজানা জ্বরের ভাইরাস চিহ্নিত, দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, চিন্তা বাড়াচ্ছে অজানা জ্বর। বৃহস্পতিবার, বিকেলে হঠাৎই SSKM-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে গিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি। বিশেষজ্ঞরা তাঁকে জানান, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শিশুদের মধ্যে অজানা জ্বর ছড়িয়ে পড়ার কারণ চিহ্নিত হয়েছে। এই জ্বর নিয়ে আতঙ্কের কোন কারণ নেই৷ বিষয়টি নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জ্বরের প্রকোপ ছড়াতেই রাজ্যের তরফে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি নিয়ে গবেষণা হয়। জানা যায়, উত্তরবঙ্গে শিশুদের মধ্যে ‘অজানা’ জ্বরের নেপথ্যে রয়েছে আরএস ভাইরাস  (RS Virus)। তবে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণ কী? তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:নির্যাতিতাদের মনের চাপ কমাতে অভিনব সাজে সাজানো হল ইংরেজবাজার মহিলা থানাকে

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে রিপোর্টই পেশ করেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। একঘণ্টার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অজানা জ্বরের পাশাপাশি, হাসপাতালের স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জ্বরের প্রকোপ নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে স্বাস্থ্যকর্তাদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালগুলির বেড বাড়ানো, মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

নির্বাচন বিধি বহাল থাকায় বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version