Tuesday, August 26, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের বাসিন্দাদের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি আবার শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা।ঠিক হয়েছে, প্রথমে হলদিবাড়ি- চিলাহাটি সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল শুরু হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে দ্রুত হলদিবাড়ি-চিলাহাটি সীমান্ত দিয়ে যাত্রীবাহীট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার তোফিক হুসেইন।

গত বছর করোনার প্রকোপ শুরুর পরে বিমানের মতোই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচলও। বিমান চলাচল করার উদ্যোগ নেওয়ার পরে, দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানো নিয়ে দাবি উঠছিল। কারণ অনেক সাধারণ মানুষ, যাদের নানা কাজে বাংলাদেশ থেকে ভারতে, বিশেষ করে কলকাতা আসতে হয় তাদের সবার পক্ষে বিমানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি পরিস্থিতি ঠিক থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চালু হবে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা।
ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে কোচবিহারের হলদিবাড়ি দুরত্ব মাত্র ৫ কিলোমিটার। হলদিবাড়ি বাংলাদেশের নীলফামারি জেলার রংপুর বিভাগে চিলাহাটি থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত।

আরও পড়ুন- কাঁথির পর এবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্ক, চেয়ারম্যান-পদ থেকে অপসারিত শুভেন্দু

এই পথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। জানা গিয়েছে, এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার আগে হলদিবাড়ির রেলওয়ে স্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের আধিকারিকরা। হাইকমিশনের বিজনেস চিফ মহম্মদ মামসুল আরিফ ও শিলিগুড়ির সোনালী ব্যাংক ম্যানেজার জাবেদূর আলম এই নিয়ে বৈঠকও করেছেন। বৈঠকের পরেই তৌফিক হুসেইন জানিয়েছেন, তাঁরা খুব শীঘ্রই চিলাহাটি ও হলদিবাড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করবেন।
ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার ক্ষেত্রে দুই দেশই সবুজ সংকেত দিয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ থেকে পর্যটক ভিসা দেওয়াও শুরু হবে।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version