বাতিল হয়ে গেল ভারত (India)বনাম নিউজিল্যান্ডের( New Zealand) সীমিত ওভারের সিরিজ। আসন্ন টি-২০ বিশ্বকাপের( t-20 world cup) পরই তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মাদের( Rohit sharma)। কিন্তু তা বাতিল হয়েছে। জানা গিয়েছে ২০২২ সালে হবে এই সিরিজ। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এই সফর ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত। জানা গিয়েছে কোভিডের কারণে ঠাসা সূচি। তাই পিছিয়ে দেওয়া হল এই সিরিজ।
বৃহস্পতিবার স্থানীয় এক সংবাদপত্রে নিউজিল্যান্ড বোর্ডের মুখ্য কর্তা বলেন,”দীর্ঘ দিন পরে দেশে ফিরছে ক্রিকেটাররা। বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় দিতে হবে ওদের।”
তবে এ বছরের নভেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তা হবে নির্দিষ্ট সূচি মেনেই। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি টি-২০ খেলবে বিরাটরা।
আরও পড়ুন:আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন যুব মহিলা দলের ফুটবলাররা