Saturday, May 3, 2025

জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে

Date:

দক্ষিণ পূর্ব রেল হাওড়া থেকে তাঁদের পুরো পরিষেবা শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই পদক্ষেপের জেরেই এবার দক্ষিণ পূর্ব রেলের ৫টি গুরুত্বপূর্ণ ট্রেনকে হাওড়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।

যে ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে ০২১০১ আপ/ ০২১০২ ডাউন হাওড়া মুম্বই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, ০৯২০৫ আপ/০৯২০৬ ডাউন পোরবন্দর হাওড়া দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস, ০৮০৪৭ আপ/ ০৮০৪৮ ডাউন হাওড়া ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস, ০৮৬৪৫ আপ/ ০৮৬৪৬ হাওড়া হয়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ০২৫৪৩ আপ/ ০২৫৪৪ ডাউন হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং ০২০৮৭ আপ/ ০২০৮৮ ডাউন হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনগুলির মধ্যে কোনটি শালিমার থেকে ও কোনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি দক্ষিন পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ‘অন্যরকম দুর্গা’র ছবি এঁকে হুমকির মুখে সনাতন দিন্দা

কিন্তু কেন এই সিদ্ধান্ত? দক্ষিন পূর্ব রেলের আধিকারিকদের দাবি, এই ৬ জোড়া ট্রেন সরিয়ে নেওয়ার ফলে দক্ষিনপূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে সমস্যা অনেকখানি কমবে। যাত্রীদের সময় বাঁচবে। ধাপে ধাপে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হবে।
হাওড়া স্টেশনের ওপর রেলের দুটি জোন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের চাপ বেড়ে গিয়েছে। কিন্তু যে তুলনায় যাত্রী সংখ্যা আর ট্রেন সংখ্যা বেড়েছে সেই তুলনায় বাড়েনি লাইনের সংখ্যা ও প্ল্যাটফর্মের সংখ্যা। তার জেরে সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হয়েছে দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের। লাইন ও প্ল্যাটফর্ম না পাওয়ার জেরে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন প্রতিদিন দাশনগর থেকে হাওড়ার মধ্যে থমকে দাঁড়িয়ে থাকে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সমস্যা দূর করতে এমন একটি বড়সড় সিদ্ধান্ত নিল রেল। কিন্তু প্রশ্ন উঠেছে , হাওড়ার পরিকাঠামোর সঙ্গে কী সাঁতরাগাছি ও শালিমারের পরিকাঠামো সত্যি তুলনা করা যায়? এতে কি আরও বেশি দূর্ভোগে পড়বেন না যাত্রীরা? সময় দেবে তার উত্তর।

 

 

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...
Exit mobile version