Wednesday, November 12, 2025

জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে

Date:

দক্ষিণ পূর্ব রেল হাওড়া থেকে তাঁদের পুরো পরিষেবা শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই পদক্ষেপের জেরেই এবার দক্ষিণ পূর্ব রেলের ৫টি গুরুত্বপূর্ণ ট্রেনকে হাওড়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।

যে ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে শালিমার ও সাঁতরাগাছিতে সরিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে ০২১০১ আপ/ ০২১০২ ডাউন হাওড়া মুম্বই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, ০৯২০৫ আপ/০৯২০৬ ডাউন পোরবন্দর হাওড়া দ্বি সাপ্তাহিক এক্সপ্রেস, ০৮০৪৭ আপ/ ০৮০৪৮ ডাউন হাওড়া ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস, ০৮৬৪৫ আপ/ ০৮৬৪৬ হাওড়া হয়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ০২৫৪৩ আপ/ ০২৫৪৪ ডাউন হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং ০২০৮৭ আপ/ ০২০৮৮ ডাউন হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনগুলির মধ্যে কোনটি শালিমার থেকে ও কোনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানায়নি দক্ষিন পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ‘অন্যরকম দুর্গা’র ছবি এঁকে হুমকির মুখে সনাতন দিন্দা

কিন্তু কেন এই সিদ্ধান্ত? দক্ষিন পূর্ব রেলের আধিকারিকদের দাবি, এই ৬ জোড়া ট্রেন সরিয়ে নেওয়ার ফলে দক্ষিনপূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে সমস্যা অনেকখানি কমবে। যাত্রীদের সময় বাঁচবে। ধাপে ধাপে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হবে।
হাওড়া স্টেশনের ওপর রেলের দুটি জোন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের চাপ বেড়ে গিয়েছে। কিন্তু যে তুলনায় যাত্রী সংখ্যা আর ট্রেন সংখ্যা বেড়েছে সেই তুলনায় বাড়েনি লাইনের সংখ্যা ও প্ল্যাটফর্মের সংখ্যা। তার জেরে সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হয়েছে দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের। লাইন ও প্ল্যাটফর্ম না পাওয়ার জেরে লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেন প্রতিদিন দাশনগর থেকে হাওড়ার মধ্যে থমকে দাঁড়িয়ে থাকে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সমস্যা দূর করতে এমন একটি বড়সড় সিদ্ধান্ত নিল রেল। কিন্তু প্রশ্ন উঠেছে , হাওড়ার পরিকাঠামোর সঙ্গে কী সাঁতরাগাছি ও শালিমারের পরিকাঠামো সত্যি তুলনা করা যায়? এতে কি আরও বেশি দূর্ভোগে পড়বেন না যাত্রীরা? সময় দেবে তার উত্তর।

 

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version