লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে চিনের সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শাস্তি ফেরানোর লক্ষ্যে দুশান্বেতে চিন বিদেশমন্ত্রী ওয়াং ই -এর সঙ্গে বৈঠক করলেন । ওই আলোচনায় পূর্ব লাদাখের সেনা প্রত্যাহারে অগ্রগতি, শান্তি ও প্রশান্তি পুনরুদ্ধারের জন্য জোর দেওয়া হয়েছে। তাঁরা দুজনেই দুশান্বেতে সাংহাই কো-অপারেশন সভায় অংশ গ্রহণের মাঝে এই আলোচনা করেন।

এরপরই টুইটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, ” দুশান্বেতে এসসিও(সাংহাই কো- অপারেশন)সম্মেলনের ফাঁকে চীনের এফএম ওয়াং ইয়ের সঙ্গে দেখা করলাম। সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সীমান্তে শান্তি ও প্রশান্তি পুনরুদ্ধারের অগ্রগতি জরুরী তা গুরুত্বসহ আলোচনা হয়েছে।”

 

জয়শঙ্কর আরও বলেন, “উভয় পক্ষই বিশ্ব উষ্ণয়ন নিয়ে মত বিনিময় করে। ভারত সভ্যতা তত্ত্বের সঙ্গে কোনো সংঘর্ষে অংশ নেয় না বলেও উল্লেখ করা হয়েছে।”

 

advt 19

 

Previous article৩৭ লক্ষ টাকা দিয়েও কিডনি চক্রে প্রতারিত অসহায় বাবা চান মৃত ছেলের অভিযুক্তদের কঠোর শাস্তি
Next articleব্রেকফাস্ট স্পোর্টস