Saturday, August 23, 2025

বাংলার অর্থনৈতিক কাঠামোকে দরাজ সার্টিফিকেট খোদ রিজার্ভ ব্যাঙ্কের

Date:

গত দু’বছরের বেশি সময় ধরে কোভিড মহামারির (Covid Pandemic)  জন্য দেশ-বিদেশের অর্থনীতি (Economy).ভেঙে পড়েছে। মানুষের আয় কমেছে, রোজগার কমেছে, ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। করোনা, আমফান, ইয়াসের ঝড় বয়েছে বাংলার বুকেও। কিন্তু তার মাঝেই দক্ষ প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে
শক্তিশালী হচ্ছে বাংলার অর্থনীতি। এত ঝড়-ঝাপটা অতিক্রম করেও দেশের অর্থনীতির নিরিখে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চতুর্থ স্থানে। দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ২০২০-২১ অর্থবর্ষের হিসেব কষে এমনই তথ্য দিয়েছে খোদ ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। গত অর্থবর্ষে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে ছিল বাংলা। করোনা মহামারির মধ্যেই আরও দু’ধাপ উপরে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য।
রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of Indian) জানাচ্ছে, পশ্চিমবঙ্গের গত এক বছরে বাংলার অর্থনৈতিক কর্যকলাপ বা সার্বিক বাণিজ্য বেড়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের দাবি, সাধারণ মানুষের কাছে নগদের জোগান বাড়িয়েই বাজিমাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কিন্তু কোন মাজিকে বিশ্বজুড়ে মন্দার বাজারে এমনটা সম্ভব হল?
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, রাজ্যের মোট উৎপাদন বা জিডিপি (GDP) থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যায় ‘গ্রস ভ্যালু অ্যাডেড’। তার থেকে আরও কিছু উপাদান বাদ দিয়ে ‘নেট ভ্যালু অ্যাডেড’ বা এনভিএ’র (NVA) হিসেব কষা হয়। স্বাভাবিক কারণেই জিডিপি থেকে এনভিএ’র অঙ্ক কম হয়। সেখানে এনভিএ’র নিরিখে দেশের মধ্যে চতুর্থ স্থানে রাজ্য। চলতি বাজারদর অনুযায়ী, বাংলার মোট এনভিএ’র পরিমাণ ১১ লক্ষ ৪ হাজার ৮৬৬ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তা ছিল ১০ লক্ষ ১৮ হাজার ৬৬১ কোটি টাকা। ২০১১ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা থেকে প্রায় আড়াই গুণ বেড়েছে রাজ্যের এনভিএ।
‘অ্যাডভান্স এস্টিমেট’ অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের মোট উৎপাদন বা জিডিপি’র পরিমাণ প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় প্রায় এক লক্ষ কোটি টাকা বেশি। অর্থাৎ, জিডিপি’র নিরিখে রাজ্য যে অনেকটা এগিয়ে গিয়েছে, সেই তত্ত্বকেই সিলমোহর দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version