Sunday, November 9, 2025

দ্রুততম ১ কোটি টিকাকরণের রেকর্ড বাংলার, স্বাস্থ্য আধিকারিকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

Date:

কোভিড টিকাকরণে (Corona Vaccine) কার্যত রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। দ্রুততম ১ কোটি ডোজ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। বাংলায় প্রথম ১ কোটি ডোজ দেওয়া হয়েছিল ১০৫ দিনে। এবার সেই ১ কোটির নিরিখে পঞ্চম পর্যায় এলো মাত্র ১৮দিনে। ফলে করোনা টিকাকরণে বাংলায় স্মরণীয় হয়ে রইল ১৮ সেপ্টেম্বর। কোভিড টিকাকরণে এই দিনে একাধিক রেকর্ড করল পশ্চিমবঙ্গ। একদিনে ১৩ লক্ষের বেশি টিকা দিয়ে দেশের মধ্যে নতুন নজির গড়েছে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ১৮ বছরের ঊর্ধ্ব জনসংখ্যা ৭ কোটি ২৬ লক্ষ। সেই হিসেব ধরেই সাড়ে ৩ কোটির বেশি অর্থাৎ অর্ধেক রাজ্যবাসীর প্রথম ডোজ পাওয়ার লক্ষ্যমাত্রাও পূরণ করেছে রাজ্য।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃতীয় ঢেউ আসতে পারে, এই আশঙ্কাতে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় যত বেশি সম্ভব টিকাকরণ। চলতি সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত গ্রামীণ এলাকায় শহরাঞ্চলের তুলনায় বেশি টিকাকরণ হচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের শহরাঞ্চলে ৩২ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে,  সেখানে গ্রামীণ এলাকায় টিকা দেওয়া হয়েছে ৪৪ লক্ষ ডোজ।
এদিকে, দ্রুততম ১ কোটি ডোজ (মাত্র ১৮দিনে) দেওয়ার খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাইলস্টোনের জন্য ঘনিষ্ঠমহলে তিনি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ সংশ্লিষ্টদের ভূয়সি প্রশংসা করেন। রাজ্যের এই সাফল্যের কথা ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। তবে আত্মতুষ্টি নয়, উৎসবের মরশুমে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে টিকার যোগান ঠিক থাকলে  এমন বহু রেকর্ড গড়বে বাংলা।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version