Tuesday, November 11, 2025

“প্রথম বিশ্বাসঘাতক নয়”, তথাগতর এমন টুইটের পাল্টা খোঁচা বাবুলের

Date:

সবাইকে চমকে দিয়ে শনিবারের দুপুরবেলায় আসানসোলের সাংসদ (Adansol MP) বাবুল সুপ্রিয় (Babul Supriyo) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) ও ডেরেক ও ব্রায়ান (Derek O’Brain) এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেন। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) আগে যা গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা।
শনিবার অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২১ বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে হেরে যায় বাবুল সুপ্রিয়। তারপরেই মোদি মন্ত্রিসভার রদবদলে জায়গা হয় না তার। ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। বাবুলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তথাগত রায় (Tathagata Roy) টুইট করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা। বেচারা @SuPriyoBabul -র উপর রাগ করে আর কি হবে ? ও তো প্রথম বিশ্বাসঘাতক নয় ! শেষও নয়। কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপূজা কখনো মতাদর্শকে হারাতে পারবে না। বিপদ কেটে যাবে।”
বাবুল সুপ্রিয়র তৃণমূল যোগদান নিয়ে স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লেখেন, “আমি ভবিষ্যতের কথা বলতে পারব না, কিন্তু বাবুল সুপ্রিয় বিজেপির সম্পদ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে তাঁর দলের প্রতি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মতো যাদের জন্য বিজেপি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ, তাদের লড়াই চলবে – এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই লড়াই চালিয়ে যাবো।”
তার এই টুইটের উত্তরে বাবুল সুপ্রিয় স্পষ্ট করে জানান, “আপনি কি টুইট করেছেন এবং স্বপন দাসগুপ্ত কিভাবে পার্থক্য করেছেন তা দেখুন। তার আছে ক্লাস আর দুঃখজনকভাবে আপনারটা খুবই বেমানান। তোমার টুইটের বিষয়বস্তু এবং তোমার লেখা ভাষা তোমার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং একজন গভর্নরের উচ্চ পদ যা আপনার কাছে ছিল তার মর্যাদা থাকা উচিত।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version