প্রয়াত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস, শোক প্রকাশ হ‍্যারি কেনের

প্রয়াত ইংল্যান্ডের ( england) ১৯৬৬-এর বিশ্বকাপ ( world cup) জয়ী দলের প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস( Jimmy Greaves)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮১। রবিবার টুইটারে তাঁর মৃত‍্যুর খবর জানিয়েছে টটেনহ্যাম হটস্পার। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া  ইংল্যান্ডের ফুটবলে।

রবিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে টটেনহ্যাম লিখেছে, “জিমি গ্রিভসের প্রয়াণের খবরে আমরা প্রত্যেকে শোকাহত। তিনি শুধু টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না, দেশের অন্যতম সেরা গোলদাতা ছিলেন। রবিবার সকালে ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।”

ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জিমি গ্রিভস। দেশের হয়ে ৫৭টি ম্যাচে ৪৪টি গোল করেছেন তিনি। পাশাপাশি ক্লাব পর্যায়ে টটেনহ্যাম এবং চেলসিতে চুটিয়ে খেলেছেন। এরপাশাপাশি খেলেছেন এসি মিলানেও। এখনও পর্যন্ত টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ৩৭৯টি ম্যাচে ২৬৬ গোল করেছেন জিমি গ্রিভস। এর মধ্যে ১৯৬২-৬৩ মরসুমে ৩৭টি গোল করেন, যা ক্লাবের অন্য কোনও ফুটবলার এখনও পর্যন্ত করে দেখাতে পারেননি।

জিমি গ্রিভসের মৃত্যুতে শোক প্রকাশ করেন হ‍্যারি কেন।

আরও পড়ুন:দুবাই পৌঁছাল কিউইরা, ‘সিরিজ না খেলার অনেক কারণ ছিল’: নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা

 

Previous articleখালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত
Next articleদেখা হলে বর্ণপরিচয় উপহার দেব, দিলীপ ঘোষকে কটাক্ষ বাবুলের