Sunday, August 24, 2025

বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

Date:

ভবানীপুর উপনির্বাচনের আগে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয়। যাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বাবুলের তৃণমূল যোগ প্রসঙ্গে আজ সকালে রবিবাসরীয় প্রচারে নেমে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “ভবানীপুর আসনে ওঁর কিছুই প্রভাব ছিল না। আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না।ওঁর জন্য রাজনীতি বড় নাকি ব্যক্তিগত সম্পর্ক বড়, তা উনিই সিদ্ধান্ত নেবেন”।  যদিও তৃণমূলে যোগদানের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল বাবুল সুপ্রিয় জানান, দল বললে নিশ্চয়ই প্রচারে যাবেন তিনি।

আরও পড়ুন:“বাবুল রাজনৈতিক পর্যটক, দু-একজন গেলে কোনও ক্ষতি হবে না”, বিস্ফোরক দিলীপ

শনিবার দুপুরে সবাইকে চমকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ান  এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। গতকাল যোগদান পর্ব শেষে  তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ভবানীপুর উপনির্বাচনে প্রচারের যাবেন কি না  তানিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। উত্তরে তিনি জানান দল বললে তিনি নিশ্চয়ই যাবেন। সঙ্গে এটাও জুড়ে দেন বাবুল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য তাঁর প্রচার করার দরকার নেই। তৃণমূল নেত্রী এমনিতেই জয়ী হবেন।

অন্যদিকে আজ ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা বলেন, “দল আমাকে প্রার্থী করেছে, আমি লড়ছি। এই যদি আমি আসানসোলে লড়তাম, তাহলে ওঁর প্রভাব নিয়ে চিন্তা থাকত। তবে আমার মনের বিশ্বাস, বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। আমি যদি ওঁর জায়গায় থাকতাম, আমি করতাম না। এবার ওঁর সিদ্ধান্ত উনি কী করবেন।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version